ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

চকরিয়ায় ম্যাজিক গাড়ী খাদে পড়ে ৪ নারীসহ আহত-১২

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বদরখালী-মহেশখালী(কেবি জালাল উদ্দিন)সড়কের রামপুর স্টেশনের পশ্চিম এলাকায় ম্যাজিক গাড়ীর চাকা পাংচার হয়ে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।এতে গাড়ীর অন্তত ১২জন যাত্রী আহত হয়েছে।স্থানীয়া এগিয়ে এসে আহত ব্যাক্তিদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রবিবার(১৮ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নস্থ বদরখালী সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার দুপুরের দিকে বদরখালী-মহেশখালী সড়কে ২০জন যাত্রী নিয়ে বদরখালী পুরাতন ফেরিঘাট স্টেশন থেকে যাত্রীবাহী ম্যাজিক গাড়ী চকরিয়া পৌরশহরের চিরিংগা দিকে যাচ্ছিল।প্রতিমধ্যে সড়কের রামপুর স্টেশনের পশ্চিম এলাকায় পৌছলে গাড়ির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়।এসময় চালক গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই গাড়িটি সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।এতে দূর্ঘটনায় কমবেশী অন্তত ১২যাত্রী গুরুতর আহত হয়।

দূর্ঘটনায় আহত ব্যাক্তিরা হলেন,মহেশখালী উপজেলার মাতারবাড়ি সিকদার পাড়া এলাকার মোহাম্মদ হোছাইন (৫০),একই এলাকার মোক্তার আহমদের স্ত্রী ছৈয়দা খাতুন (৪৪),জালাল আহমদের স্ত্রী ফাতেমা বেগম (৫৫),আক্তার আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫৭), কালামার ছড়া ঝাপুয়া এলাকার গুরা মিয়ার পুত্র বদিউর রহমান (২৯) ও চকরিয়া উপজেলার বদরখালী ৩নম্বর ব্লকের লম্বাখালী পাড়া এলাকার রহিম উল্লাহর স্ত্রী লায়লা বেগম (৪৮)গুরুতর আহত হন।আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ছাড়া গাড়ীর অন্যান্য আহত ব্যাক্তিদের স্থানীয় রামপুর এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,সড়ক দূর্ঘটনা বিষয়টি কেউ জানায়নি।এ ব্যাপারে খোজ নেয়া হচ্ছে বলে তিনি জানান।##

পাঠকের মতামত: