ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া জমজম হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় নতুন পরিচালনা পরিষদ গঠিত

চকরিয়া নিউজ ডেস্ক ::
চকরিয়ার ঐতিহ্যবাহী জমজম হাসপাতাল প্রা: লিমিটেড এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রামের অভিজাত হোটেল লর্ডস ইন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন-জমজম হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. এসএম শওকত ওসমান। শুরুতে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন- পরিচালক ডা. এমএ হাশেম। বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত আলোচ্য সূচির ভিক্তিতে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে উন্মুক্ত আলোচনা পর্বে হাসপাতালের বিভিন্ন সমাস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, বরেণ্য শিক্ষাবিধ প্রফেসর ড. মহিউদ্দিন, ডা. রুকন উদ্দিন, জাকারিয়া মো: শাহাব উদ্দিন, শামসুদ্দিন আহমেদ, হাজী নুরুল আমিন, আলহাজ্ব আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্রকৌশলী নুর হোসেন। দুপুরের খাবারের পরে সাধারণ সভায় দ্বিতীয়পর্বে অনুষ্ঠিত হয় পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচন পরিচালনা করেন-প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী। সাথে ছিলেন, অধ্যাপক একিউএম সাইফুল্লাহ ও এসএন ইব্রাহীম। নির্বাচন শেষে ঘোষিত ফলাফলে তিনি ২০১৮/২০ সালের জন্য পরিচালনা পর্ষদের ১১ জন সদস্য নির্বাচিত ঘোষনা করেন। নির্বাচিত পরিচালকগণ হচ্ছেন, ডা: এসএম শওকত ওসমান, ডা: শাহ আলম, ইঞ্জিনিয়ার মো: নুর হোসেন, অধ্যাপক রিদুয়ানুল হক, ডা: মনজুর আলম, এড. মো: নুরুল ইসলাম, ডা: জিএম রুকন উদ্দিন, জাকারিয়া মো: শাহাব উদ্দিন, মাওলানা আবদুল করিম, এহসানুল আনোয়ার ও জিএএম আশেক উল্লাহ। নির্বাচন প্রক্রিয়ায় হাসপাতালের ২৮ জন শেয়ার হোল্ডার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে সাধারণ সভা সম্পন্ন ঘোষণা করা হয়।

পাঠকের মতামত: