ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক বিদায় ও বরণ অনুষ্ঠিত

মো: রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এর এসএসসি ও নবাগতদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ ২০শে জানুয়ারী সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদুল করিম মাদু, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম। প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য দেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী। সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের ও কামাল উদ্দীন। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণির নিশান, মর্জিনা আকতার, মিশকাত সাইরিন রিমু, উম্মে হাবিবা। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখের আলিফ ইমরান, মো: আবদুল্লাহ, আমানুল হক। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোকতার আহমদ, সিরাজুল হক, আবদুল মজিদ খান, নুরুল কবির, মো: রেজাউল করিম, পূর্নাম পাল, এসএম তারিকুল হাসান, শফিক আহমদ, জাফর আলম, আবদুল সালাম হেলালী, মো: আলম, শেখর কান্তি দে, সালমিরা সুলাতানা সুমা, আনিসুর রহমান, মোজাম্মেল হক, ইয়াছিন আরফাত, মিটন কান্তি দে, রিমা পাল, এম শামশুল আলম, ফাতেমা আকতার প্রমূখ। উপস্থিত ছিলেন সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদন আবু হেনা বিশাদ। বিদায় উপলক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। যা প্রয়াত শিক্ষক মোহাম্মদ রশিদ কে উৎসর্গ করা হয়। এতে নবিন শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের ফুল ও উপহার দেয়া হয়।

পাঠকের মতামত: