ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ভারুয়াখালী মুফিদুল উলুম দাখিল মাদরাসা পরিদর্শনে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার সদরের ভারুয়াখালী মুফিদুল উলুম দাখিল মাদরাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা। শুক্রবার (১২ জানুয়ারী) সকালে তিনি মাদরাসায় পৌঁছলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এরপর মাদরাসার ভবন, শ্রেণীকক্ষসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখে সার্বিক ব্যবস্থাপনার উপর সন্তুষ্ঠির কথা জানান প্রফেসর একেএম ছায়েফ উল্যা।
পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে সংক্ষিপ্ত সভায় মিলিত হন। এ সময় তিনি বর্তমান সরকারের সময়ে মাদরাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তব্য দেন এবং মুফিদুল উলুম দাখিল মাদরাসার পাঠদান অনুমতির ব্যাপারে যতসম্ভব দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান।
মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ নুরী, ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার।
মাদরাসার সুপার হাফেজ মুহাম্মদ নূরুল আমিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- খরুলিয়া তা’লিমুল কুরআন মাদরাসার সুপার মাওলানা আব্দুল্লাহ আল আমিন, ভারুয়াখালী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল আলম, তোতকখালী দারুল কুরআন মাদরাসার সুপার মাওলানা হেলাল উদ্দিন, আলহাজ্ব দিল মুহাম্মদ মেম্বার, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ডা. জাফর আলম, আরবী প্রভাষক ছৈয়দ আহমদ, মাওলানা নুরুল হক, মহিলা মেম্বার জাহেদা আকতার, শুভাকাঙ্খী জহিরুল ইসলাম প্রমুখ।
এদিকে অজপাড়া গায়ের একটি প্রতিষ্ঠান পরিদর্শন করায় সাধারণ শিক্ষকদের পাশাপাশি, কর্মকর্তা, কর্মচারীসহ এলাকার সর্বস্তরের মানুষ প্রফেসর একেএম ছায়েফ উল্যাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাঠকের মতামত: