ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা নির্যাতনে নেতৃত্ব দেয়া জেনারেলের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

চকরিয়া নিউজ ডেস্ক ::

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগে মং মং সো নামের মিয়ানমার সেনাবাহিনীর এক মেজর জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান হয়েছে।
এতে বলা হয়েছে, মং মং সো রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞের সঙ্গে জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরো বলা হয়েছে, তিনি বেসামরিক রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন। গত মাসে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হলেও প্রতিরক্ষা বিভাগ এর কারণ উল্লেখ করেনি।
গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা।
জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞ বলে উল্লেখ করেছে। একে নিধনযজ্ঞ বলেছে যুক্তরাষ্ট্রও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক বিবৃতিতে বলেন, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র উদাহরণ তৈরি করল যে মানবাধিকার লঙ্ঘনকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: