ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মহেশখালী উপজেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-১৮’ এর কার্যক্রমের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মহেশখালী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমদাদিয়া কাসেমুল উলুম বড় মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল ইসলাম।
উদ্বোধনী বক্তৃতায় তিনি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের তাসহিহে কুরআনের লক্ষ্যে প্রতিযোগিতামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতেও সার্বিক সহযোগিতা ও সঙ্গে থাকার আশ্বাস দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা করেন গোরকঘাটা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ।
প্রতিযোগিতার সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন জেলা সাংগঠনিক স¤পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহীদ। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ককসবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী, জেলা হুফফাজের উপদেষ্টা ক্বারী সাইফুল্লাহ কাসেমী ও সহ সাধারণ স¤পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ মিসবাহ উদ্দীন।
মহেশখালি উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক (১০পারা), খ (২০পারা) ও গ (৩০পারা) গ্রুপে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে প্রতিগ্রুপে তিন জন করে নিুের নয়জন সর্ব্বোচ্চ নাম্বার পেয়ে জেলা প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ডপ্রাপ্ত হন।

গ গ্রুপ (৩০পারা)
১ম তাওছিফুর রহমান, জামিয়া ইসলামিয়া গোরকঘাটা মহেশখালি।
২য় মুহাঃ আব্দুল্লাহ, এমদাদিয়া কাসেমুল উলুম বড় মাদ্রাসা নতুন বাজার।
৩য় এরফানুর রহমান, মাদ্রাসা মহিউস সুন্নাহ ছোট মহেশখালি।

খ গ্রুপ (২০পারা)
১ম মারুফুল ইসলাম, জামিয়া ইসলামিয়া গোরকঘাটা মহেশখালি।
২য় কাইছার উদ্দীন, এমদাদিয়া কাসেমুল উলুম বড় মাদ্রাসা নতুন বাজার।
৩য় আব্দুল ওয়াহেদ, মাদ্রাসা মহিউস সুন্নাহ ছোট মহেশখালি।

ক গ্রুপ (১০ পারা)
১ম ছোহাইব উল্লাহ, জামিয়া ইসলামিয়া গোরকঘাটা মহেশখালি।
২য় শামশুজ্জামান, জামিয়া ইসলামিয়া গোরকঘাটা মহেশখালি।
৩য় তাভিরুল ইসলাম, এমদাদিয়া কাসেমুল উলুম বড় মাদ্রাসা নতুন বাজার।
নির্বাচিত এ সৌভাগ্যবানগণ ২৫ জানুয়ারি কক্সবাজার জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

পাঠকের মতামত: