ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জেলা আইনজীবী কল্যাণ পরিষদের গুনীজন সর্ম্বধনা ও পারিবারিক পুর্নমিলনী অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :
সমাজ, জাতি ও দেশের কল্যাণে গুনীজনের জন্ম হয়। যা প্রকৃতিরই দান তাই এসব জ্ঞানী গুনীদের সম্মান জানাতে হবে। তাহলেই এসব লোকদের মেধা বিকাশের মাধ্যমে জাতি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে মুল্যায়নের আকাঙ্খা অর্জন করতে সক্ষম হবে। যুগে যুগে জ্ঞানী ও গুনীদের মর্যদা দিয়ে আসছে বলে আজকে সমাজ ,দেশ ও জাতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।তাই গুনীজনদের সম্মানে ভ’ষিত করতে জানতে হবে। ১৭ নভেম্বর চকবাজারস্থ আনিকা কমিউনিটি সেন্টারে ট্টগ্রামস্থ কক্সবাজার জেলা আইনজীবী কল্যাণ পরিষদের গুনীজন সর্ম্বধনা ও বার্ষিক পারিবারিক পূর্নমিলনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
পরিষদের আহবায়ক সিনিয়র আইনজীবী মাহমুদুর রহমানের সভাপতিত্বে এডভোকেট মোশরেফ- উল আজম ও এডভোকেট উমর ফারুক শিবলী সঞ্চালনায় উক্ত পারিবারিব পূনমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সৈয়দ মোক্তার আহমদ, র্দূনীতি কমিশনের স্পেশাল পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট মোহাম্মদ রফিকুল আলম, আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদকএডভোকেট মোঃ রাসেল,এডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন, এডভোকেট কবির হোসাইন, জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক মো মহিউদ্দিন এডভোকেট নজরুল ইসলাম,এডভোকেট রুবেল পাল, এডভোকেট শহিদুল আলম । আহবায়ক এডভোকেট কবির হোসাইন ও যুগ্ন আহবায়ক এডভোকেট মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় ২য় পর্বের গুনীজন সম্বর্ধনা অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক, বান্দরবন জেলা জজ লা মং, বান্দরবন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজদ্দৌলা কুতুবী ,বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রতন রায়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন দাশ,এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, রাঙ্গামাটি জেলা যগ্ন জজ আজিজুল হক ,চট্টগ্রাম অর্থঝন আদালতের যগ্ন জজ মোঃ আবু হান্নান।উক্ত গুনীজন সম্বর্ধনা অনুষ্ঠানে বিচারক আমিনুল হক, বিচারক লা-মং, বিচারক মোঃ কাউসার, জৈষ্ঠ্যে আইনজীবী আবদুল খালেক ও মাহমুদুর রহমান কে গুনীজন হিসাবে সংর্বধিত করে সম্মামনা ক্রেস্ট প্রদান করাহয়।অনুষ্ঠানের ৩য় পর্বে এডভোকেট ওমর ফারুক শিবলীর সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী ইকবাল হায়দার, এডভোকেট মুহাম্মদ ইব্রাহীম কুতুবী, আউটুসী ,লিজা, এডভোকেট আলী ইয়াসিন। পরিশেষে আর্কষনীয় র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।

পাঠকের মতামত: