ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়িতে প্রথমবারের মতো নবান্ন উৎসব

হাফিজুল ইসলাম চৌধুরী :

প্রথমবারের মতো বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৫ নভেম্বর) সকালে সদরের প্রধান সড়কে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের খোলামঞ্চে ফিতা কেটে নবান্ন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরওয়ার কামাল।

এর পর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.কামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মোহাম্মদ ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমূখ।

নবান্ন উৎসবে পিঠা-পুলির দশটি স্টল বসে। এছাড়াও গ্রামীন খেলা, পাহাড়ী নাচ ও গানের আয়োজন করা হয়। সদর ইউনিয়নে আমন ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

পাঠকের মতামত: