ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সিভিল ড্রেসে আসামী ধরতে গিযে জনতার রোষানলে পুলিশ, শিশুসহ ৩ নারী আটক

এইচ. এম. রুস্তম আলী, ঈদগাঁও প্রতিনিধি ::

 

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে সিভিল ড্রেসে আসামী ধরার নামে জনগণের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ভূক্তভোগী এক পরিবার। এসময় হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামী সুলতান আহমদকে আটক করতে না পারলেও স্থানীয় এক মেম্বারের সহযোগিতায় হ্যান্ডকাপ ফেরত পেয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ মাস বয়সী দুগ্ধপোষ্য শিশুসহ আটককৃত ৩ নারীকে আদালতে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ৮ নভেম্বর স্থানীয় মৃত ছৈয়দ আহমদের পুত্র সুলতান আহমদ তার ২য় স্ত্রীর বাড়ীতে দাওয়াত খেতে যায়। এসময় দাওয়াতে তার স্বজনরাও অংশ নেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এএসআই আহসান মোর্শেদ সাদা পোষাকে বহিরাগত রশিদ নগর হামির পাড়ার নুরুল ইসলাম, রহিম, মিজান নামের ৩ ব্যক্তিকে সাথে নিয়ে ভারুয়াখালী ইউনিয়নের উল্টা খালীর ননা মিয়া পাড়ার নারী নির্যাতন মামলার আসামী সুলতান আহমদকে গ্রেফতার করতে যায়। খাওয়া-দাওয়া শেষ করে বাড়ী ফেরার পথে মসজিদ সংলগ্ন এলাকায় পৌছলে এএসআই আহসান মোর্শেদ তাকে আটক করে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। এসময় এএসআই আহসান মোর্শেদের পরিচয় জানতে চাইলে তিনি পুলিশ পরিচয় দেন এবং পরিচয় পত্র ও মামলার ওয়ারেন্ট কপি দেখাতে বলে। এতে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি, ধাক্কাধাক্কি ও বাক বিতন্ডা শুরু হলে মুহুর্তের মধ্যে ২য় স্ত্রীর বাড়ীতে অবস্থানরত সুলতান আহমদের মা ষাটোর্ধ্ব রহিমা খাতুন এগিয়ে আসলে তাকে বন্ধুকের বাট দিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয় এএসআই আহসান মোর্শেদ। ঘটনাটি ছড়িয়ে পড়লে উত্তেজনা বেড়ে যায়। এক পর্যায়ে পুলিশ মহিলাদের উপস্থিতি দেখে পিছু হটার চেষ্টা করে। তাৎক্ষনিক ঘটনাস্থলে যান অপর এক এএসআই মাঈনুদ্দীন। তার ড্রেস দেখে স্বজনরা পুলিশ বলে নিশ্চিত হন। এসময় এলাকার লোকজন জড়ো হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সুযোগে হ্যান্ডকাপসহ পালিয়ে যায় আসামী সুলতান আহমদ। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সহযোগিতায় গুরুতর আহত রহিমাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সে বর্তমানে ৫ম তলায় ২৮ নং বেড়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। এদিকে ঘটনার সংবাদ পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর-রামু সার্কেল রুহুল কুদ্দুছ, সদর থানা ওসি তদন্ত, অপারেশন অফিসার, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পুরো এলাকায় ব্যাপক তল্লাশী চালায়। ঘটনায় জড়িত সন্দেহে সুলতান আহমদের বোন বানিয়া পাড়া এলাকার নবাব মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী সাবেকুন্নাহার, ঘটনার প্রত্যক্ষদর্শী উল্টাখালীর আমিনা খাতুন, শামসুন্নাহার নামে অপর ২ নারীকে আটক করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করে। এদিকে ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে বিভিন্ন কৌশল অবলম্বন করে স্থানীয় এমইউপি সিরাজুল ইসলামের সহযোগিতায় হ্যান্ডকাপটি ফেরত দেন সুলতান আহমদ। এ ঘটনায় এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানায় স্থানীয়রা। ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি শুনেছেন এবং রহিমা খাতুন নামের এক বৃদ্ধ নারী আহত হয়েছেন বলে জানতে পেরেছেন। এ বিষয়ে জানার জন্য ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ৩ জন আটকের সত্যতা নিশ্চিত করেন এবং আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান। সাদা পোষাকে আসামী ধরতে যাওয়ার কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে এএসআই আহসান মোর্শেদ ড্রেস নিয়ে গিয়েছিল বলে স্বীকার করে। তবে সাদা পোষাকে দেখেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তিনি বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা রুজু করেছেন।

————————————————

রশিদ নগরে বিবাদীর বাড়ীতে নোটিশ নিয়ে গেলে হামলার শিকার ৩ চৌকিদার, আহত ৪

এইচ. এম. রুস্তম আলী, ঈদগাঁও প্রতিনিধি ::

রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে শালিসের নোটিশ নিয়ে গেলে ৩ চৌকিদারসহ গুরুতর আহত হয়েছে ৪ জন। ৯ নভেম্বর সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে ইউনিয়নের পূর্ব খাদেমর পাড়া ফিল্ডের মুরার দক্ষিণ পূর্ব পাশের্^। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একই এলাকার শাহ আলমের পুত্র জাকির হোছাইনের মালিকানাধীন ভিটে বাড়িতে তার অনুপস্থিতিতে গত ১ বছর পূর্বে অনধিকারভাবে পশ্চিম খাদেমর পাড়ার হাজী মোক্তার আহমদের পুত্র শামসুল আলম ও তার স্বপরিবার ঢুকে পড়ে। বিষয়টি সৌদি আরবে অবস্থানরত জাকির হোসেনের নজরে আসলে তার পক্ষে শ^শুর মোক্তার আহমদ বাদী হয়ে রশিদ নগর ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। স্থানীয় নারী ও পুরুষ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কয়েকবার শালিসও হয়। উক্ত শালিসে জাকির হোসেনকে বসতভিটা ফিরিয়ে দেওয়ার রায় প্রদান করেন চেয়ারম্যান। দীর্ঘদিন ফেরত না দেওয়ায় ঘটনার দিন পুনরায় শামসুল আলমকে ডেকে আনার জন্য ৩জন চৌকিদারকে পাঠালে উত্তেজিত হয়ে শামসুল আলমের স্ত্রী রুবি আক্তার ও তার স্বজনরা দফাদার ছৈয়দ নুর, মোতাহের, জসিম উদ্দীনকে উপর্যুপরী হামলা ও মারধর করে। এতে দফাদার ছৈয়দ নুরের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয় বলে জানান স্থানীয় মেম্বার আবদুর রহমান। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বসতঘরে আগুন দিয়ে চৌকিদার-দফাদারকে ফাঁসানোর জন্য ক্ষমতাসীন ব্যক্তিদের কু-প্ররোচনায় অপচেষ্টা চালাচ্ছে শামসুল আলম ও তার স্ত্রী। এমনকি রুবি আক্তারকে মারধর করেছে মর্মে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে চেয়ারম্যান এমডি শাহ আলম, মহিলা মেম্বার সালমা আক্তার, মেম্বার আবদুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। চেয়ারম্যান এমডি শাহ আলম চৌকিদার আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ উঠা শামসুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি চৌকিদার-দফাদার দিয়ে তার বসতঘরে হামলা করেছে বলে অভিযোগ করেন।

পাঠকের মতামত: