ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় ছাড়াই বিকল্প কিছুই ভাবনার অবকাশ নেই -জাফর আলম

এম.জিয়াবুল হক, চকরিয়া

বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে গতকাল ৮নভেম্বর বিকালে স্থানীয় জনতা মার্কেট চত্বরে সম্মেলন উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু। বিশেষ বক্তা ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল করিম সাঈদী।

বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজাবাউল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মোছলেহ উদ্দিন মানিক, আবু তালেব, যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সেলিম সিকদার লিটন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফ মাইন উদ্দিন রাসেল, সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, শিক্ষা ও মানব কল্যান সম্পাদক জমির উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক শুধাংসু বিমল সুশীল, পৌরসভা আওয়ামীলীগের সদস্য সাহাব উদ্দিন টিংকু, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, সোলতান আহমদ, বন ও পরিবেশ সম্পাদক বাবুল বড়–য়া, উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সদস্য নুরুল আমিন টিপু, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন বাদশা, ছাত্রলীগের আবু ইউছুপ জয়।

উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক যথাক্রমে মাস্টার কবির হোসেন, আমির হোসেন মেম্বার, ৩নম্বর ওয়ার্ডের সম্পাদক ছফুর আলম, রতন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মনিরুল ইসলাম, জয়নাল আবেদিন, সেকান্দর বাদশা নাগু সওদাগর, জমির উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন কাউন্সিলর, নজরুল ইসলাম, আমির হোসেন আমু, হুমায়ুন কবির কমিশনার, আমির হামজা প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়ার সমাবেশে ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে চকরিয়া-পেকুয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠে সেতুমন্ত্রীর জনসভার উপস্থিতি তাই প্রমাণ করে। সংগঠনের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তৃনমুলে দলের জন্য নেতাকর্মীদেরকে আরো বেশি কাজ করতে হবে। বর্তমান সরকারের সফল উদ্যোগ ও জনগনের কল্যানে নেয়া শেখ হাসিনা সরকারের সফল কর্মসুচি গুলো জনগনের কাছে তুলে ধরতে হবে। যাতে আমরা আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে চকরিয়া-পেকুয়ার আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি।

উপজেলা চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা চকরিয়া-পেকুয়ার জনগনকে ভালবেসে বিগত সময়ে তিনবার নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেন। কিন্তু আমরা জনবান্ধব মাঝির অভাবে বারবারই নৌকা থেকে সিটকে পড়েছি। আগামীতে চকরিয়া-পেকুয়ার জনগন অতীতের সেই ভুল আর করতে চায়না। আওয়ামীলীগ নেতাকর্মীও পরাজয়ের সেই গ্লানি থেকে ফিরে বিজয়ের হাসি দেখতে অপেক্ষায় আছে। আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় ছাড়া আওয়ামীলীগের নেতাকর্মী ও সর্বস্থরের জনগন বিকল্প কিছুই ভাবছেনা। সেইভাবেই আমাদেরকে বিজয়ের অভিষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বর্তমানে প্রতিটি জনপদে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। সেতুমন্ত্রী কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। চকরিয়া-পেকুয়া, মাতামুহুরী উপজেলা ও চকরিয়া পৌরসভার প্রতিটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে। তবে মনে রাখতে হবে দলের জন্য বদনাম বয়ে বেড়াতে হবে এ ধরণের কাউকে সদস্যভুক্তি করা যাবেনা। সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষনা দিয়েছেন, আগামীতে আওয়ামীল হবে নতুনদের সংগঠন। এই নির্দেশনার আলোকে চকরিয়ায় নতুন প্রজন্মকে আওয়ামীলীগে টানতে হবে।

পাঠকের মতামত: