ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক ::khaleda-zia

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির ৭৮জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার একটি আদালত। বাসে পেট্রলবোমা মেরে আটজনকে হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় আজ কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের আদালতে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত আসামীদের পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সরকারি কৌশলী মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও ছাত্র দল আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে।
২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে বাসটির আটজন যাত্রী মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। গত ২রা মার্চ পুলিশ মামলার অভিযোগপত্র দেয়। গতকাল আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

পাঠকের মতামত: