ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সরকার রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে লুকোচুরি করছে -লুৎফুর রহমান কাজল

সংবাদ বিজ্ঞপ্তি ::Cox-MP-Kajol

সরকার রোহিঙ্গা শরনার্থী নিয়ে লুকোচুরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, বিজিবি দাবী করছে প্রতিদিন হাজার হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ পাঠাচ্ছে। কিন্তু প্রকাশিত সত্য হলো লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সরকারের লুকোচুরির কারণে বিদেশী সাহায্য সংস্থাগুলো অসহায় মানুষ গুলোকে দান অনুদান থেকে বিরত রয়েছে। ফলে আমাদের অর্থনীতির উপর বিরাট চাপের সৃষ্টি হতে পারে।
মিয়ানমারে মুসলমানদের গণহত্যা নির্যাতন অগ্নিসংযোগের প্রতিবাদে কক্সবাজার জেলা শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে লুৎফুর রহমান কাজল প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশে তিনি আরো বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের অনুপ্রবেশের স্বীকৃতি দিয়ে সমস্যা সমাধান করতে হবে। জাতিসংঘসহ সবার কাছে সাহায্যের আবেদন জানাতে পারে বাংলাদেশ সরকার।
জেলা শ্রমিক দলের সভাপতি ও কক্সবাজার পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না। তিনি বলেন, প্রতিদিন টিভির পর্দা খোললেই মিয়ানমারের মানুষের উপর বর্বর নির্যাতনের চিত্র। অমানবিক চিত্র দেখে বুক ফেটে যায়। তিনি বলেন, অংসান সুচি শান্তিতে নোবেল পুরস্কার পেলেও নিজ দেশে শান্তি রক্ষা করতে পারেনি। তিনি একজন ব্যর্থ নেত্রী। অনতি বিলম্বে তার পদত্যাগ করা উচিত।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ কুতুব উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- শ্রমিক দলের পেকুয়া সভাপতি মুজিবুল হক চৌধুরী, কক্সবাজার পৌরসভা সভাপতি এস্তাক আহমেদ, কুতুবদিয়া সভাপতি শাহাদত হোসেন (ভুট্টু), আবাসিক হোটেল মোটেল জোন সভাপতি মো. আলী, চকরিয়া পৌরসভার আহবায়ক মুহাম্মদ নাছির উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সভাপতি মো. বেলাল উদ্দিন, রামু উপজেলা সভাপতি জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা সভাপতি মো. শফি সওদাগর, কক্সবাজার শহর সহ-সভাপতি আবদুল হালিম ভান্ডারী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উখিয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ সওদাগর, পেকুয়া উপজেলা প্রচার সম্পাদক জামাল উদ্দিন, চকরিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড সভাপতি জাগের আহমদ, রাজাখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক আক্কাস আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন মহেশখালী পৌর শ্রমিক দলের সভাপতি মকসুদ আহমদ, রামু উপজেলা সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আহমদ, মাতামুহুরী সাধারণ সম্পাদক এনাম আহমদ, কক্সবাজার পৌরসভা সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কালু, আবাসিক হোটেল মোটেল জোন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আবদুশ শুক্কুর আজাদসহ সভায় বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনি বক্তৃতায় রফিকুল ইসলাম বলেন, ‘ওম শান্তি’ বলে বর্মি বাহিনী নিরীহ রোহিঙ্গাদের হত্যা করছে। আমাদের ঈমান থাকলে মিয়ানমারে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ করতে হবে। এ পথে গাজি নতুবা শহীদ হতে আমরা প্রস্তুত।

পাঠকের মতামত: