ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় কাজিরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসির সাথে মতবিনিময় সভা অনুষ্টিত

Chakaria Picture 31-08-2017এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজির পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নবগঠিত মসজিদ কমিটির মতবিনিময় করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল সকালে উপজেলা পরিষদস্থ সরকারি বাসভবনে উপজেলা চেয়ারম্যান নবগঠিত কমিটির সকলস্থরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার। এছাড়া উপস্থিত ছিলেন মসজিদ উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ নুরুল কবির মেস্ত্রী, জাহাংগীর আলম দুদু মেম্বার, আইয়ুব মেকার, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইবনে আমিন, সহ-সভাপতি নুরুল হোছাইন, আবুল হাশেম, মোহাম্মদ ইউছুপ, আবদুর রহিম মেকার, মোহাম্মদ ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল কাদের সোহেল, সহ-সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হক, সাংবাদিক এম.জিয়াবুল হক, অর্থসম্পাদক হাজি লিয়াকত আলী, সহকারি অর্থসম্পাদক তাহের উদ্দিন সওদাগর, সদস্য যথাক্রমে এসএম আলী জিন্নাহ, আলী মিয়া, মোহাম্মদ ইসমাইল, বদর উদ্দিন, জহির আহমদ মেস্ত্রী, নুরুল কাদের, মনছুর আলম, মোহাম্মদ রফিক, মসজিদ পুণ:নির্মাণ কমিটির সদস্য মো.মনছুর আলম, মাস্টার শাহজাহান কবির, ইঞ্জিনিয়ার জমির উদ্দিন, আবদুর রাজ্জাক, এম.নুরুস শফি, ছৈয়দুল মোবারক, নুরুল আবছার মনিক, মনজুর আলম, হাফেজ শামসুল আলম, ওসমান গনী, রুহুল কাদের, নাছির উদ্দিন, মোহাম্মদ বাবলু, শেফায়েত আলম, ছৈয়দ আকবর, এমরান সালেহ, আবদুল মান্নান ছাবু, সালাহ উদ্দিন, জাফর আলম, মোহাম্মদ জকরিয়া, গিয়াস উদ্দিন, নুরুল হক, মাহাবুবুল আলম, মোহাম্মদ ইসহাক, মিজানুর রহমান, কাজী বোরহান উদ্দিন, সাদ্দাম হোসেন, আবদুর রহিম, জসীম উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ। মসজিদ কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ মাস্টার নুরুল কবির, মাস্টার আবদুর রাজ্জাক, এএম আলী আকবর, আলহাজ নুরুল হোছাইন মেম্বার, হাবিবুর রহমান সওদাগর ও মসজিদের খতিব মাওলানা জাকের হোছাইন হেলালী মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তাদের সমর্থন রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেছেন, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর ও মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। সকল ধরণের হিংসা বিদ্বেশ পরিহার করে মসজিদের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। এখানে কোন ধরণের বিভেদ থাকার অবকাশ নেই। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে দেশের সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিতে কাজ করছে। সরকার প্রধান শেখ হাসিনা সকল ধর্মের মানুষের মাঝে সেতুবন্ধন তৈরীতে বিশ^াসী। তাই এ সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিরাপদ পরিবেশে যার যার অবস্থান থেকে ধর্মীয় সকল আচার অনুষ্ঠান পালন করছে।

পাঠকের মতামত: