ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পিতার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

attohottaসোয়েব সাঈদ, রামু ::

রামুতে পিতার সাথে অভিমান করে আবুল ফজল (২৭) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গ্রামের ইউসুফ আলীর ছেলে। গতকাল সোমবার (২৮ আগষ্ট) রাত সাড়ে ৯টায় আবুল ফজল বাড়িতে বিষপান করে। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

স্থানীয়না জানান, নিহত আবুল ফজল তিন বছর পূর্বে বিয়ে করেন। সে এক মেয়ের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃস্বত্ত্বা। আবুল ফজলের স্ত্রী ও শ^াশুড় বাড়ির লোকজনের সাথে কথা বলে জানায়, বিয়ের পর থেকে তার বাবা ইউসুফ আলী আবুল ফজলকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাচন চালাতো। এমনকি বিয়ের কয়েকমাস না যেতেই ছেলেকে স্বপরিবারে আলাদা করে দেন। সম্প্রতি ঘর থেকেও তাড়িয়ে দিলে আবুল ফজল ১৫দিন পূর্বে পাশর্^বর্তী খাস জমিতে গিয়ে একটি ঘর তৈরী করলে বাবা ইউসুফ আলী ৩দিন পর সেটি ভেঙ্গে দেন। পরে বাবার কথা মতো খাস জমির পাশে আরো একটি ঘর তৈরীর কাজ শুরু করলে সেখানেও বাঁধা দেন ইউসুফ আলী। এতে ক্ষোভ আর অপমানে বিষপান করেন আবুল ফজল। স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ জানিয়েছেন, বাবার সাথে অভিমান করে আবুল ফজল বিষপান করেছে। মৃতদেহ বিনা ময়নাতদন্তে দাফনের প্রক্রিয়া চলছে। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

################

রামু নোনাছড়ির ওবাইদুল হক লম্বা বন্দুকসহ আটক

সোয়েব সাঈদ, রামু ::

রামুতে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটক ওবাইদুল হক (৩৮) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পশ্চিম নোনাছড়ি গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। রামু থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ আগষ্ট) ভোরে জোয়ারিয়ানালা পশ্চিম নোনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী লম্বা বন্দুক সহ ওবাইদুল হককে আটক করে।

এসআই একরামুল হক জানান, ওই রাতে ওবাইদুল হক তার কয়েকজন সহযোগিসহ পশ্চিম নোনাছড়ি ব্রিজ এলাকায় সশস্ত্র অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওবাইদুল হককে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।

 $$$$$$$$$$$$$$$$$$$$

 রামুর জোয়ারিয়ানালায় কোরবানীর ফাযায়েল-মাসায়েল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সোয়েব সাঈদ, রামু :::

রামু উপজেলার ঐহিত্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসায় কোরবানীর ফাযায়েল-মাসায়েল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে আলোচনায় অংশ নেন, মাদরাসার পরিচালক মাওলানা আবুল হোছন, মুহাদ্দিস মাওলানা আবু বক্কর ছিদ্দিক, লেখক মাওলানা এজাজুল করিম, মূফতি মাওলানা মুফিজুল্লাহ, মাওলানা শামসুল হক, শিক্ষক নুরুল হুদা মানিক প্রমূখ। বক্তারা বলেন, কোরবানীর ঈদ ইসলামের ত্যাগের অনুপম আদর্শ বহন করে। কোরবানীর আদর্শ ও শিক্ষা লালন করার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি মেনে পশু কোরবানী দিতে হবে। সেমিনারে কওমী মাদরাসাকে প্রধানমন্ত্রী কর্তৃক মাস্টার্স মান দেয়ায় শোককিরা জ্ঞাপন করা হয়। এরমাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমী আলেমদের যথার্থ সম্মান দেখিয়েছেন। সেমিনারে মাস্টার্স মান দেয়ায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করা হয়।

পাঠকের মতামত: