ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বিএনপি কোনো সম্প্রদায়কে ছাড়েনি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা::has

বিএনপি কোনো সম্প্রদায়কে ছাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন। জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে শেখ হাসিনা বলেন, “বিএনপি কাউকে ছেড়ে দেয়নি। সবার ওপর অকথ্য অত্যাচার করেছে। হিন্দু, বৈদ্ধ, খ্রিস্টান সবার ওপর তারা অত্যাচার করেছে। ঢাকা শহরের মন্দির তারা পুড়িয়ে দিয়েছে। কাউকে তারা (বিএনপি) ছাড়েনি।”
 

প্রধানমন্ত্রী বলেন, “উৎসবে আমরা সবাই সবার। উৎসব আমরা ভাগ ভাগ করে নেই। ধর্ম যার যার উৎসব সবার, এটা সত্য। আমরা এটাই বিশ্বাস করি।” তিনি বলেন, “হিন্দু, মুসলিম সবার সমান অধিকার। কেউ বঞ্চিত হবে না। আওয়ামী লীগ আপনাদের পাশে আছে। সামনে দুর্গাপূজা আসছে, তার নিরাপত্তাও আমরা নেব। নিরাপত্তার ব্যাপারে আমরা তৎপর।”

শেখ হাসিনা বলেন, “আমরা চাই সুন্দর পরিবেশ বজায় থাকুক। আমরা হামলা, নির্যাতন চাই না। বিএনপি-জামায়াত এটাই করে। তারা নির্যাতন-ই করে। কোথায় তারা নির্যাতনের তাণ্ডব চালায়নি?” তিনি বলেন, “বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে থাকবে। আমরা তা-ই চাই। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।”

পাঠকের মতামত: