ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে সাজাপ্রাপ্ত সহ ৬ জনকে আটক করল পুলিশ

atok, এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দুইজন সাজাপ্রাপ্ত সহ ৬ জনকে আটক করল পুলিশ। জানা যায়, ৭ আগষ্ট গভীর রাতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ভারুয়াখালী ইউনিয়নের মৃত মোবারকের পুত্র দেলোয়ার হোসেন, একই ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত আব্দু সুবাহানের পুত্র রমজান আলী সহ ওয়ারেন্ট ভুক্ত আসামী ভারুয়াখালীর তাহের আলমের পুত্র রায়হান গাজী, ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার নজীর আহমদের পুত্র সাদ্দামকে আটক করে। একই দিন গভীর রাতে জালালাবাদ ইউনিয়নের এমইউপি আরমান উদ্দিনের চৌফলদন্ডীর নতুন মহালস্থ খামার থেকে মোটর সাইকেল নিয়ে একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় রাত্রে টহলরত পুলিশদল খবর পেয়ে ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনা ক্লাবের পেছনের মাইজ পাড়া সড়কের মাথা থেকে ছাগল ও মোটর সাইকেল সহ দুইচোর খুরুস্কুল ইউনিয়নের কাউয়ার পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র আরফাত প্রকাশ (ভুট্রু) ও একই এলাকার রফিক আহমদের পুত্র আমানুল হককে আটক করে। এ রির্পোট লিখা পর্যন্ত বর্তমানে ছাগল ও মোটর সাইকেলটি তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্র প্রকাশ। এ ব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের সাথে কথা হলে তিনি দুইজন সাজাপ্রাপ্ত, দুইজন চোর সহ ৬ জনকে আটক করার সত্যতা নিশ্চিত করেন।

###################

ঈদগাঁওতে আখের বাম্পার ফলন

এম আবু হেনা সাগর,  ঈদগাঁও ::

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর ইসলামাবাদ সহ নানা গ্রামগঞ্জে রসালো আখ চাষে বাম্পার ফলন দেখা দিয়েছে। আখ চাষে লাভবান হওয়ার কারনেই এ অঞ্চলের চাষীরা আখ চাষের দিকে ঝুঁকে পড়েছেন। সরকারী ভাবে এখানকার চাষীদের উন্নত প্রশিক্ষণ ও আর্থিক সহযোগীতা প্রদান এবং চিনি-গুড় উৎপাদন এমন জাতের বীজ সরবরাহ করা গেলে এ অঞ্চলে চিনি শিল্পও গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। আর তাতে সংশ্লিষ্ট এলাকার বেকার নারী পুরুষের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। ঈদগাঁও নদী বেষ্টিত ঈদগাঁও-ঈদগড়ের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা যায়, ছড়ার দু কূলে সারি সারি আখ ক্ষেত। বিশেষ করে ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া, কুলাল পাড়া, ইসলামাবাদের গজালীয়া, রাজঘাট, ওয়াহেদর পাড়া, জালালাবাদের চর পাড়া, রাবার ড্যাম এলাকার শত শত চাষী চর জমিতে বিভিন্ন জাতের আখ চাষ করেছিল ব্যবসায়ীরা। চাষীরা ফসলের সাথে চারা রোপন করে বড় হওয়ার সাথে সাথে মৌসুমী সবজি ফলন তুলে নেন। পরে শুরু করেন আখ ক্ষেতের পরিচর্যা। উপরোক্ত এলাকার কৃষকরা জমিতে দেশি জাতের আখ চাষ করেছেন। তাদের মতে, বৃষ্টিপাতের পরেও মোটামুটি আখ চাষ ভাল দেখা দিয়েছে। এদিকে ঈদগাঁওতে চাষীরা পাহাড়ী ও দেশী জাতের খাওয়ার আখ রোপন করেছেন বলে জানা যায়। তারা এ এলাকায় উন্নত জাতের চিনি ও গুড় তৈরীর বীজ সরবরাহ করার দাবী জানান। সম্প্রতি দেখা যায়, দুয়েক দিনে প্রচন্ড গরম পড়ার সাথে সাথে ক্ষেত থেকে আখ কেটে এনে কৃষকরা মালিকদের কাছ থেকে নগদ টাকার বিনিময়ে কিনে এনে বাজারে বিক্রি করতে দেখা যায়। এদিকে ঈদগাঁও বাসস্টেশনে গরম মৌসুমকে সামনে রেখে আঁখের বিকিকিনি চলছে। এক আখ বিক্রেতা যুবকের মতে, সে আখ চাষীদের কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে আঁখ এনে বাজারে বিক্রি করছেন বলে জানান।

 

পাঠকের মতামত: