ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

লামায় পাহাড় কাটায় ২ ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃPhoto 05.08.17 (2)

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা (ব্রিকফিল্ড) স্থাপনের জন্য দুই ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ৫ই আগস্ট শনিবার উপজেলার ফাইতং ইউনিয়নের রোয়াজা পাড়ায় লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইট ভাটা মালিকদের এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও লামা উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিককে বলেন, ফাইতং ইউনিয়নের রোয়াজা পাড়ায় নতুন দুটি অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য এস্কভেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ইট ভাটা ও প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫(১) ধারায় বাবুল চৌধুরীকে ২ লক্ষ টাকা ও বেলাল উদ্দিনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় ৩টি এস্কভেটর জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় কয়েকজনকে আটক করে নিয়ে আসলেও পরে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, জব্দকৃত ৩টি এস্কভেটর স্থানীয় ১ ইউপি মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে।

পাঠকের মতামত: