ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় আবাসিক হোটেল থেকে ১২ যুবক-যুবতী আটক

potitasssssssssssssssssচকরিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে যুবক-যুবতী ও হোটেল মালিকসহ ১৩ জনকে আটক করেছে।

শনিবার দুপুর ১টার দিকে চকরিয়া পৌরশহরের বাঁশঘাটা সড়কস্থ চৌধুরী বোডিং থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে হোটেল মালিকের নাম মো.শাহেদ বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, চকরিয়া পৌরসদরের অর্ধ ডজন খানেক আবাসিক হোটেল ব্যবসার আড়ালে নিয়মিত পতিতা ব্যবসা চলে আসছে। হোটের ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যক্তি এধরণের অনৈতিক ব্যসার সাথে জড়িয়ে পড়েছে। চকরিয়া পৌরসদরের আবাসিক হোটেল গুলোতে নিয়মিত অভিযান চালালে কিছুটা হলওে এধরনের অনৈতিক ব্যবসা কমে আসবে।

sssssssssssssssssssssssssssচকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরের বাঁশঘাটা সড়কের চৌধুরী বোডিং এ অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে থানার সেকেন্ড অফিসার এসআই তানভীর, এসআই আবদুল খালেকসহ একদল পুলিশ নিয়ে অভিযান চালায়। এ সময় ৬ জন যুবতী ও ৬ যুবককে আটক করা হয়। বোডিংয়ের মালিক শাহেদকেও আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পাঠকের মতামত: