ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

ডুলাহাজারা বাজারে ব্যবসায়ীকে পিটিয়ে ৫০ হাজার টাকা লুট

মনির আহমদ, চকরিয়া ::
চকরিয়ার ডুলাহাজারা বাজারে দিনে দুপরে এক ব্যবসায়ীকে পিটিয়ে রশি দিয়ে বেঁধে রেখে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ীকে এলাকার লোকজন উদ্ধার করে মালুমঘাট ডাক্তারের কাছে চিকিৎসা দিয়েছে। ছিনতাইয়ের স্বীকার হওয়া ব্যক্তির বাড়ী খুটাখালী মধ্যমকচ্ছপিয়া। তিনি একজন পেয়ারা ব্যবসায়ী বলে জানিয়েছেন। ৫০ হাজার টাকা ছিনতাই।
ছিনতাইয়ের স্বীকার মধ্যম মেধাকচ্ছপিয়ার ছাবের আহমদের পুত্র ব্যবসায়ী নেজাম উদ্দিন (৩০) জানান, পেয়ারা ব্যবসার টাকা তুলতে আজ সকালে তিনি ডুলাহাজারা বাজারে যান। দুপুর দুইটার দিকে ডুলাহাজারা নয়াপাড়ার মৃত মোজাম্মল মেম্বারের বখাটে পুত্র সন্ত্রাসী আলী আহমদের নেতৃত্বে ৭/৮ জন যুবক অতর্কিতভাবে চড়াও হয়ে লাঠি নিয়ে বেধড়ক মারধর করে ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়।প্রতিবাদ করলে একটি রশি দিয়ে হাত দুইটা বেঁধে নামার বাজার জসিম সওদাগরের দোকানের পেছনে ফেলে চলে যায়।পরে স্থানীয় লোকজনের সহায়তায় মালুমঘাট
মালুমঘাট ষ্টেশনে নিয়ে চিকিৎসা করায়। চিকিৎসা শেষে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলীর নিকট অভিযোগ করেন। এ ব্যপারে আগামীকাল থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ছিনতাইয়ের স্বীকার নেজাম উদ্দিন।

পাঠকের মতামত: