ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

খুটাখালীতে তৈয়বের ইয়াবা ব্যবসার রাজত্বে ধ্বংস হচ্ছে যুবসমাজ

yabaaচকরিয়া অফিস:

চকরিয়া উপজেলা খুটাখালীর তৈয়বের বেপরোয়া ইয়াবা ব্যবসার কারণে ধ্বংসের পথে স্থানীয় যুব সমাজ। যুবলীগের নাম ব্যবহার করে এই স্বঘোষিত নেতা ইয়াবার বিষাক্ত ছোবল দিয়ে যাচ্ছে খুটাখালী সহ সর্বত্র। এতে করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মান চরমভাবে ক্ষুন্ন হচ্ছে বলে জানায় স্থানীয় সচেতন মহল। খবর নিয়ে জানা যায়, খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড মেধাকচ্ছপিয়া এলাকার কালা চাঁন মিয়া হাজীর পুত্র আবু তৈয়ব প্রায় ৭-৮ বছর ধরে চালিয়ে যাচ্ছে এই অবৈধ ইয়াবা ব্যাবসার কার্যক্রম। রাজনৈতিক প্রভাব খাটিয়ে খুটাখালী বাজারে ওপেন সিক্রেট ভাবে চালিয়ে যাওয়া এই ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না কেউ।

এদিকে পুলিশ প্রশাসন বিষয়টি জেনেও না জানার ভান করায় গত ১৩ জুন স্থানীয় আওয়ামীলীগের প্রত্যায়ন পত্র সহকারে দুর্নীতি বিরোধী বিভিন্ন সংস্থাকে অভিযোগ দায়ের করেন খুটাখালী ইউনিয়নের একাধিক অভিভাবক। পরে তারা গোপনীয়ভাবে যাচাই বাচাই পূর্বক ঘটনার সত্যতা পাওয়ায় গত ১৫জুন কক্সবাজার জেলা ও কেন্দ্রীয় সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থা বরাবরে যথাযথ ব্যবস্থা নিতে আবেদন প্রেরণ করেন। অপরদিকে ইয়াবা পাচারক ও মাদক ব্যবসায়ী আবু তৈয়বের হাত থেকে পরিত্রান চায় শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয় জনসাধারণ। অবৈধ ইয়াবা ব্যবসা বন্ধ করতঃ গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। এদিকে আবু তৈয়ব নামের কেউ খুটাখালী যুবলীগে আছে কিনা জানতে চাইলে, অনুমোদিত কোন কমিটি এখনো পর্যন্ত ওই ইউনিয়নে নেই বলে জানায় চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ।

পাঠকের মতামত: