ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া নিউ সুপার মার্কেটে বৃষ্টির পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে, নির্বিকার মার্কেট মালিক

cnএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ নিউ সুপার মার্কেটের ভেতর বৃষ্টির পানি ঢুকে বেশিরভাগ দোকানঘর তলিয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ীদের মালামাল পানিতে ভিজে নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মার্কেট মালিক পক্ষ এব্যাপারে কোন ধরণের ব্যবস্থা না নেয়ায় তাঁরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, একটু খানি বৃষ্টি হলে চকরিয়া শহরের নিউ সুপার মার্কেটের নীচতলায় হাটু সমান পানি জমে যায়। এ অবস্থার কারনে মার্কেটের নীচের তলার দোকান গুলোতে পানি ঢুকে ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল ভিজে নষ্ট হচ্ছে। এব্যাপারে মার্কেট মালিক পক্ষকে জানালেও তিনি কোন ধরণের ব্যবস্থা নিচ্ছেনা। ব্যবসায়ীরা দাবি করেন, পানি ঢুকে মালামাল নষ্ট হওয়ার কারনে তাদের বিপুল টাকার ক্ষতি হচ্ছে। এব্যাপারে তাঁরা মার্কেট মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির পাশাপাশি চকরিয়া পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: