ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

চকরিয়ায় সংসদ সদস্য হাজি ইলিয়াছের বরাদ্দে ৪টি বাজারে সৌর বিদ্যুতের ৪০টি সোলার স্থাপন

Chakaria Picture 19-07-17,এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার উপকুলীয় অঞ্চলের চারটি গুরুত্বপুর্ণ বাজারে সৌর বিদ্যুতের ৪০টি সোলার স্থাপন করা হয়েছে। এতদিন সন্ধ্যার পর বিদ্যুত চলে গেলে বাজারের ক্রেতা-বিক্রেতাসহ সর্বসাধারণ অন্ধকারে সময় পার করেছে। এ অবস্থার কারনে ব্যবসায়ী মহল চরম দুর্ভোগের শিকার হলেও স্থানীয় এমপির সার্বিক সহায়তায় অবশেষে সোলার প্যানেল গুলো স্থাপনের পর বিদ্যুতের আলো সুবিধা পেয়েছেন এসব বাজারের অন্তত হাজারো ব্যবসায়ী। দীর্ঘদিন পর বাজারে দুর্ভোগ মুর্হুতে আলো সুবিধা পেয়ে খুশিতে পঞ্চমুখ ব্যবসায়ী মহল।

গতকাল বুধবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের অন্যতম গুরুত্বপুর্ণ বাণিজ্যক জনপদ বদরখালী বাজার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজার, সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁিড় বাজার ও রামপুর বাজারে উপস্থিত হয়ে চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ এসব সোলার প্যানেল গুলো স্থাপন করেন।

সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের নামে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের বরাদ্দে প্রাপ্ত সৌর বিদ্যুতের সোলার প্যানেলের মধ্যে বদরখালী বাজারে ১৮টি, দরবেশকাটা বাজারে ছয়টি, চোয়ারফাড়ি বাজারে ৮টি ও রামপুর স্টেশন বাজারে ছয়টিসহ মোট ৪০টি সোলার প্যানেল স্থাপন করা হয়। পাশাপাশি বদরখালী ইউনিয়ন পরিষদস্থ শহীদ মিনারে স্থাপন করা হয় দুটি সোলার প্যানেল।

সৌর বিদ্যুতের এসব সোলার স্থাপনকালে হাজি মোহাম্মদ ইলিয়াছ ছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাপা নেতা মোহাম্মদ হোসেন মেম্বার, এমপির একান্ত সহকারি নাজেম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিদলের নেতৃবৃন্দ ও বাজার সমিতির লোকজন প্রমুখ।

পাঠকের মতামত: