ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় সাংগঠনিকসহ চার ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

bnp-logo-lg20170107112601এম.জিয়াবুল হক, চকরিয়া ::

তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) চকরিয়া উপজেলার আওতাধীন বরইতলী, পহরচাঁদা সাংগঠনিক, হারবাং ও উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপির পৃথক ৪টি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ সালাহউদ্দিন আহমদের নির্দেশে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ও সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম বাবুল মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্মোক্ত ৪টি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি সমূহের মধ্যে ২১সদস্য বিশিষ্ট বরইতলী ইউনিয়ন বিএনপির কমিটিতে আহবায়ক আনছারুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে নুরুল কবির মিয়া, মাঈনুল ইসলাম, শাহীন মুরাদ, আবু তাহের, নজরুল ইসলাম, আজিজুর রহমান টিপু, আ.র.ম আবুল কাসেম উদ্দিন মাহমুদ, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, মতিউর রহমান, মৌলানা আহসান, সাহাব উদ্দিন, সওরয়ার হুছাইন, মিয়াজান, নাজেম উদ্দিন, ইউসুফ মুন্সি, আনোয়ার হোসেন, মো: আইয়ুব, মো: আক্তার ও মো: শফি।

পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির ১৬সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী ও ৪১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে। উপদেষ্টা কমিটি যথাক্রমে হাজী গোলজার আহমদ, হাজী মো: ইব্রাহিম, হাজী আমান উল্লাহ, আহমদ হোসেন, মাহবুব সোবহান, হাজী আবদুল মজিদ, আবদুল কাদের, রফিক আহমদ, নুরুল কাদের, নজীর আহমদ, হাজী কবির আহমদ, জাফর আলম, হাজী ছিদ্দিক মিয়া, নুরুজ্জামান, বশির আহমদ ও নজির আহমদ। ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক জালাল আহমদ সিকদার, সদস্য যথাক্রমে ডা: মীর কাসেম, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, আবুল কাসেম, নুরুল হোসেন, ইমাম হোসেন-১, ইমাম হোসেন-২, শামসুল আলম, আবদুল জলিল, আবদুল খালেক, আকবর আহমদ, বেলাল উদ্দিন, হেলাল উদ্দিন, আবদুল সালাম, আকতার আহমদ, আবদুস সালাম, তৈয়ম গোলাম, মোস্তাক আহমদ, আব্বাস আহমদ, শামসুল আলম, বশির আহমদ, শাহ আলম, গিয়াস উদ্দিন, নুরুল কাদের, ফরিদুল আলম, রুহুল আমিন, আবু সৈয়দ, আকতার আহমদ, শামসুল আলম চৌধুরী, আবদুস সালাম, গণিম উদ্দিন, আবদু জলিল, মফিজুর রহমান, আবুল কালাম, মহিউদ্দিন, মো: নোমান, নুরুল কবির বদরু, জামাল হোসেন ও শামসুল ইসলাম।

হারবাং ইউনিয়ন বিএনপির ৩২ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক ছাবের আহমদ, সদস্য যথাক্রমে আবদুর রহমান, বেলাল উদ্দিন, আনোয়ারুল আজিম, আবদুল মালেক, বাবু মিন্টু কুমার পাল, কামাল উদ্দিন, আবদুল মন্নান, সাইফুল ইসলাম, জিয়াবুল হক, ওবাইদুল হাকিম, রুবেল সিকদার, নাজিম উদ্দিন, আলী হোসেন, জামাল উদ্দিন, মহিউদ্দিন পুতু, মাওলানা মো: শোয়াইব, ছমদুল হক, মোকাদ্দেছ আলী, মাহবুব মোর্শেদ, আবুল কামাল, আবদুল গফুর, মোহাম্মদ আলী, মফিজুর রহমান, মোস্তাক আহমদ, ইফতেহার উদ্দিন, মিরানুল ইসলাম, জাকের হোছাইন, মো: ওসমান, আবদুল মোনাফ, জাফর আলম ও বদিউল আলম।

উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপির ৩১সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক নুরুল আলম, সদস্য সচিব বজল কবির, সদস্য যথাক্রমে রশিদ আহমদ, আবুল হাসেম, আলী ইসলাম, গিয়াস উদ্দিন, মনজুর আলম, ছাব্বির আহমদ, মনির আহমদ, রমজান আলী, আবুল কাসেম সওদাগর, মো: ইউনুছ মনু, মো: ইছহাক, আবুল কাসেম, শামসুল আলম, নুরুল আলম, নুরুল আলম লেদু, মৌলভী ইলিয়াছ, সোনা মিয়া, আনোয়ার হোসেন, মো: ইদ্রিছ (বালি), শফিউল আলম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, গুরা মিয়া, মো: ইব্রাহিম, মোস্তাক আহমদ, মনজুর আলম, আক্তার আহমদ, মোর্শেদ আলম ও সৈয়দ আহমদ।

পাঠকের মতামত: