ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বনদস্যুর সাথে ঘণ্টাব্যাপী গুলি বিনিময় ৬ জন আহত

ahot.চকরিয়া প্রতিনিধি ::

চকরিয়ায় বনকর্মী ও বনদুস্যদের মধ্যে ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় একজন বনকর্মী গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে বনদুস্যদের মধ্যে কেউ আহত হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সোমবার ভোররাত চারটার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ডুলাহাজারা বনবিটের নিয়ন্ত্রণাধীন মালুমঘাট সেগুন বাগানে গাছ লুট করার সময় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা গ্রামের বাসিন্দা মৃত গোলাম ছোবহানের পুত্র (গুলিবিদ্ধ) ভিলেজার মো. সাকের উল্লাহ প্রকাশ সাকু (৪৫), মারধরে আহত হন সাকুর ভাই ওয়াচার শফি আলম (৪২) ও একই এলাকার আয়ুব আলীর পুত্র ভিলেজার আবদু সালাম (৪০)। এছাড়া বাকী তিনজনের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা যায়। বনবিভাগ সূত্র জানায়, গতকাল সোমবার ভোররাতে মুখোশ পরিহিত প্রায় ২০ সদস্যের একদল সশস্ত্র বনদস্যু হানা দেয় মালুমঘাট সেগুন বাগানে। এ সময় সেখানে পাহারারত অবস্থায় থাকা বনকর্মী, ভিলেজার, ওয়াচারদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি সেগুন গাছ কেটে লুট করে। এই খবর পেয়ে অন্য বনকর্মীরা ছুটে আসলে গুলি বিনিময় শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ ও মারধরে ৬ জন আহত হন। বনদস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে অন্তত ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। বিপরীতে বনবিভাগেও অন্তত ১০ রাউন্ড গুলি ছুঁড়েছে।

ডুলাহাজারা বনবিট কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা জাকের আহমদ জানান, বনদস্যুরা সেগুন গাছ কেটে পাচার করার সময় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় বনদস্যুদের গুলিতে বনবিভাগের একজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হন। তন্মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগান থেকে লুট করা সেগুন গাছের টুকরোগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে বনদস্যুদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

 

 

পাঠকের মতামত: