ঢাকা,শুক্রবার, ১০ মে ২০২৪

দুর্গত জনপদের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা প্রশাসন

Chakaria Picture 07-07-2017 )এম.জিয়াবুল হক, চকরিয়া :::

টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ফলে ক্ষতিগ্রস্থ চকরিয়া উপজেলার ঘুনিয়া পয়েন্টের বেড়িবাঁধ সংস্কার কাজের উদ্ভোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্থ এলাকায় উপস্থিত হয়ে কাজের উদ্ভোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। এরপর তিনি উপজেলার উপকুলীয় অঞ্চলের বন্যাদুর্গত জনপদ বদরখালী, ঢেমুশিয়া, কোনাখালী, বিএমচর, পুর্ববড় ভেওলা, পশ্চিম বড়ভেওলা ও সাহারবিল ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান জাফর আলম বন্যাদুর্গত হাজারো নারী-পুরুষের মাঝে ত্রাণের চাউল বিতরণ করেন।

ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কার কাজের উদ্ভোধন ও ত্রাণের চাউল বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জাফর আলমের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকু, মাতামুহুরী উপজেলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী, চকরিয়া পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, মাতামুহুরী উপজেলা যুবলীগের আহবায়ক আনসারুল করিম, যুগ্ম আহবায়ক কাইছারুল হক বাচ্ছু, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। এছাড়াও চাউল বিতরণকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: