ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি ৩০০ এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল

Bloodপ্রেস বিজ্ঞপ্তি ::

হাফেজ মাদ্রাসার প্রায় তিন’শ এতিম ছাত্রকে ইফতার করালো কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি। গতকাল বিকালে খুরুস্কুল মামুনপাড়াস্থ অদুদিয়া তালীমুদ্দিন মাদ্রাসা ও এতিম খানায় মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার আয়োজন করা হয়। একই সাথে বিশ্ব রক্তদাতা দিবসও পালন করা হয়। এই উপলক্ষ্যে অদুদিয়া তালীমুদ্দিন মাদ্রাসা ও এতিম খানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুস্কুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলান এমদাদ উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার ও কক্সবাজারনিউজ ডটকম (সিবিএন)’ এর চীফ রিপোর্টার শাহেদ মিজান, দৈনিক ইনানীর নিজস্ব প্রতিবেদক সিরাজুল ইসলাম, খুরুস্কুল ইউপি সদস্য মো. সোহেল। কোরআন তেলোয়াত করেন মাওলানা জয়নাল আবেদীন। এছাড়াও কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির সদস্য এডমিন ও সদস্য বৃন্দসহ স্থানীয় মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা। ইফতার মাহফিলে খুরুস্কুল ইউনিয়নের পাঁচটি মাদ্রাসার প্রায় তিন’শ ছাত্র উপস্থিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘রক্তদান লাখ লাখ মানুষের জীবন বাাঁচিয়ে তুলছে। রক্তদানের মাধ্যমে একজন ব্যক্তি নিজের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হয়। কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির কক্সবাজারে রক্তদানের এক বিপ্লব শুরু করেছে। তারা কক্সবাজারের মানুষকে রক্ত দিয়ে নতুন জীবন দান করছে। শুধু তাই নয়; রক্তদান ছাড়াও সামাজিক নানা উন্নয়ন কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।’

পাঠকের মতামত: