ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার

xxxমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা ঘটেছে। ৭ জুন বিকেলে দারুল ফাতাহ একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা এড. সলিম উল্লাহ বাহাদুর ও কক্সবাজার আইনজীবী সমিতির প্রভাবশালী সদস্য এডভোকেট আমিনুল হক। জামায়াতের শাখা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন নায়েবে আমির ডা. আলহাজ¦ আমির সোলতান ও ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ আহবায়ক সিরাজুল হক। সাংগঠনিক উপজেলা জামায়াত সেক্রেটারী মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামায়াতের সাবেক উপজেলা আমির, বর্তমান তারবিয়ত সেক্রেটারী মাওলানা ছৈয়দ নুর হেলালী। সুধীজনদের মধ্যে ইফতারে অংশ নেন চৌফলদন্ডী হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা আলী আহমদ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছৈয়দুল আলম হেলালী, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক ক্বারী মাও. সিরাজুল ইসলাম, উম্মেহানি বালিকা দাখিল মাদ্রাসা সুপার মাও. মোক্তার আহমদ, দারুল ফাতাহ একাডেমী প্রধান শিক্ষক ফরিদুল আলম, সিনিয়র শিক্ষক মনজুর আলম, সাবেক শিক্ষক মোবারক হোসেন, নাইক্ষ্যংদিয়া মাদ্রাসা শিক্ষক সিরাজুল ইসলাম, ঈদগাঁও নিউজ ডটকম চেয়ারম্যান মো. রেজাউল করিম, সাংবাদিক মিজানুর রহমান আজাদ, ব্যবসায়ী ছাবের আহমদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মারুফর রশিদ, মারকাজে আমেনা মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ, মাওলানা শামসুল আলম, মানবাধিকার নেতা মিছবাহ উদ্দীন, সংবাদকর্মী এইচএম রুস্তম আলী, ঔষধ কোম্পানী প্রতিনিধি সেলিম উদ্দীনসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইসলামপুরের শহীদ নুরুল হক ও ইসলামাবাদের শহীদ আবদুর রশিদের কথা উল্লেখ করে বলেন, এ দু’ শহীদের পরিবার আগের যে কোন সময়ের তুলনায় এখন ভাল আছেন। ইসলামী আন্দোলন করে কেউ কোনদিন ক্ষতিগ্রস্থ হননি। বরং সম্মানিত হয়েছেন। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব চলে গেলেও জামায়াতে যোগ্য নেতৃত্বের কোন অভাব নেই। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আগের তুলনায় আরো উজ্জীবিত। তিনি বর্তমান কঠিন পরিস্থিতিতে কৌশল ও হেকমত অবলম্বনের মাধ্যমে স্ব স্ব অবস্থান থেকে দাওয়াতী কাজ এগিয়ে নেয়া এবং দ্বীনকে আঁকড়ে ধরে ভাল মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাস ঐতিহ্য লালন করে ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যেতে হবে।

পাঠকের মতামত: