ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পেকুয়ায় ভেজাল বিরোধী অভিযান দুটি প্রতিষ্টানে জরিমানা

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমিvra) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস এ অভিযানে নেতৃত্বে দেন। বুধবার সকাল ১১টায় পেকুয়া বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় পেকুয়া বাজারের পপুলার ফার্মেসী ও ডায়মন্ড গ্লাস হাউস নামের দুটি ব্যবসায়ী প্রতিষ্টানকে আর্থিক জরিমানা করা হয়েছে। পপুলার ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ কিছু ওষধ উদ্ধার করা হয়। পেকুয়া বাজারের ভোলাখালের চরে এ সব ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষধ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরে সেগুলি মাটিতে পুতে ফেলা হয়। এ ছাড়া যানজট মুক্ত করতে মগনামা-চকরিয়া সড়কের পেকুয়া বাজারে ফুটপাত দখল করে চলমান ভ্রাম্যমান ব্যবসা উচ্ছেদ করা হয়। পপুলার ফার্মেসীকে ৫ হাজার টাকা ও ডায়মন্ড গ্লাস হাউসকে ট্রেড লাইসেন্স না থাকায় ৫শ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি সালমা ফেরদৌস জানান, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। রমজানে কোন ক্রেতা যাতে ব্যবসায়ীদের কাছে না ঠকেন এ বিষয়ে মনিটরিং জোরদার করা হচ্ছে। পেকুয়া বাজারে কাপড়ের দোকান ও বিভিন্ন দোকানে গিয়ে পণ্য ও মালামালে সঠিক দাম নির্ণয় করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস।

 

 

পাঠকের মতামত: