ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্য এনামুল হকের পরিবারের পাশে সিএমপি পুলিশ কমিশনার

anamul hoque cmp pulichজহিরুল আলম সাগর,চকরিয়া:
চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত সিএমপি পুলিশের বন্দর জোনে কর্মরত কনষ্টেবল মো: এনামুল হকের স্মরণে সিএমপি’র বন্দর জোনের উপপুলিশ কমিশনারের হলরুমে স্মরণসভা ও নিহতের পরিবারের কাছে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত এনামুল হকের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম মেট্টোপলিটন (সিএমপি) এডিশনাল পুলিশ কমিশনার দেব দাশ ভট্টাচার্য্য, সিএমপি’র উপপুলিশ কমিশনার আবু সায়েম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাকিলা আক্তার। পুলিশ কর্মকর্তারা নিহত পুলিশ সদস্য এনামুল হকের জিবদ্দশায় বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং আদর্শিক একজন পুলিশ সদস্য ছিলেন বলে বক্তব্যে উপস্থাপন করেন। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহত এনামুল হকের ছোট ভাই মো: ইমরানুল হক ইমরান। এছাড়াও নিহতের মা ফাতেমা বেগম ও স্ত্রী হুরে জন্নাত নিরমা। গত ১০মে’১৭ইং রাত সাড়ে ৮টায় উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কনস্টেবল মো: এনামুল হক পুলিশ সদস্য হিসেবে ১৯৯৯সনে সিএমপি যোগদান করেন। তিনি বিগত ৪ ফেব্রুয়ারী’১৭ইং ছুটি শেষে চকরিয়ার গ্রামের বাড়ি হতে সিএমপির কর্মস্থলে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তার সংসারে স্ত্রী ও ১ পুত্র সন্তান রয়েছে। এদিকে সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্য এনামুল হকের জন্য তার ১৯৯৯ ব্যাচ’র পুলিশ সদস্যদের পক্ষ থেকেও আর্থিক সহায়তা পাঠিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত এনামুল হক চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসস্টেশনপাড়ার মরহুম আবদুর রশিদের পুত্র। ##

পাঠকের মতামত: