ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ক্ষিরা ক্ষেতে পানি ঢুকিয়ে ২লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ

dddএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভা পান্তি কৃষকের ক্ষিরা ক্ষেতে পানি ঢুকিয়ে রোপন করা বেশির ভাগ চারা নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষক মোরশেদ আলমের প্রায় ২লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া অংশের মাতামুহুরী নদীর চরে ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক মোরশেদ আলম বাদি হয়ে উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা সওদাগর পাড়া গ্রামের মৃত বশির আহমদের ছেলে পান্তিক কৃষক মোরশেদ আলম জানান, পরিবারের জীবিকার তাগিদে ঋণের টাকা তিনি মাতামুহুরী নদীর চরে ১ কানি জমি লাগিয়ত নিয়ে কিছুদিন আগে ক্ষিরাচাষ করেছে।

ইতোমধ্যে রোপন করা ক্ষিরা গাছ প্রায় বড় হয়েছে। কিন্তু জমি লাগোয়া পাশের অপর কৃষক আনোয়ার হোসেন ইষার্নিত হয়ে গত ২১ এপ্রিল বৃষ্টিপাতের সময় মোরশেদ আলমের অজান্তে তাঁর ক্ষিরাক্ষেতের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেন। এ অবস্থার কারনে কৃষক মোরশেদ আলমের ক্ষিরা ক্ষেত পানিতে ডুবে যায়।

ভুক্তভোগী কৃষক মোরশেদ আলম জানান, পানিতে ডুবে থাকার কারনে তাঁর ক্ষেতের বেশিরভাগ ক্ষিরা গাছ পঁেছ গেছে। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক মোরশেদ আলম তাঁর ক্ষেতের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন। #

পাঠকের মতামত: