ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

গাড়ী ও ইয়াবাসহ ঈদগাঁওর ৩ যুবক আটক

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::35
বিপুল সংখ্যক ইয়াবাসহ ঈদগাঁওর ৩ যুবক লোহাগাড়ায় আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসময় তাদের বহনকারী গাড়ীটি জব্দ করে পুলিশ। জানা গেছে, ঈদগাঁওর ৩ ইয়াবা পাচারকারী যুবক একটি নোয়াহ (ঢাকা মেট্রো চ-৫৩-৫৫৮৯) গাড়ীতে করে ১৯৩০ পিস ইয়াবা নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল।  চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে অবস্থিত চেক পোস্টে কর্মরত পুলিশরা তল্লাশী করতে চাইলে সংকেত অমান্য করে এর চালক দ্রুত গাড়ীটি নিয়ে চলে যেতে থাকে। পরে থানা পুলিশের টহলদল তাদেরকে ধাওয়া করে চুনতির একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থামাতে সক্ষম হন। এসময় পুলিশ গাড়ীটি তল্লাশী করে তাতে পলিথিনে রক্ষিত উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করেন। অভিযানে গাড়ীটির ২ যাত্রী ও চালককে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও জাগির পাড়ার আলী আকবরের পুত্র নোহা চালক শাহজাহান, একই এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র ইয়াবা পাচারকারী ছৈয়দ আলম প্রকাশ ভাইঙ্গা এবং জালালাবাদ ইউনিয়নের লরাবাক গ্রামের মোক্তার আহমদের পুত্র মাদক বিক্রেতা মো. বাবুল। অভিযান পরিচালনাকারী লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী সাগর জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে এ ঘটনাটি ঈদগাঁওতে জানাজানি হলে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটকদের মধ্যে ছৈয়দ আলম গত ইউপি নির্বাচনে ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিল। এছাড়া তার অবৈধ পলিথিন ব্যবসা রয়েছে বলে সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে চেক প্রতারণা সংক্রান্ত কয়েকটি মামলারও খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত: