ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কর্মকর্তাদের দুর্নীতির কারনে পাহাড় ও পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারিদের দুনীর্তির কারনে আজ পাহাড়ের মাটি, বনের গাছ, ঝাউবাগান নিধন হচ্ছে। বিট অফিসারদের যোগসাজশে রাতের আঁধারে পাচার হচ্ছে কাঠ গাছ, বেদখলে যাচ্ছে সরকারি জায়গা। এসব কারনে কক্সবাজারের সামাজিক সংগঠনগুলো সোচ্চার হয়ে উঠেছে। গত ৪ এপ্রিল বিকালে বন অফিসের সামনে দুনীর্তিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে প্রকৃতি রক্ষার তাগিদে এক মানববন্ধন করেন কয়েকটি সংগঠনের নেতারা। জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক কমরেড কলিম উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, জেলা যুব ইউনিয়নের সাধারন সম্পাদক ফাতেমা আক্তার মার্টিন, ঝাউতলা নারী সমিতির নেত্রী ফাতেমা আক্তার লিপি,ঝাউতলা যুব সমাজ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম মিন্টু, কক্সবাজার বন্ধু সোসাইটির সাধারন সম্পাদক মো:ইসহাক প্রমুখ। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শিবু দাশসহ বিভিন্ন পেশার লোকজন। পরে নেতৃবৃন্দ দুনীর্তিবাজ কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে গ্রহনের জন্য বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির বরাবর স্মারক লিপি দেন নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: