ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বদরখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মগনামা খেলোয়াড় সমিতি চ্যাম্পিয়ন

fodপেকুয়া প্রতিনিধি :::

চকরিয়ার বদরখালী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পেকুয়া উপজেলার মগনামা খেলোয়াড় সমিতি চ্যাম্পিয়ন হয়েছে। তারা ট্রাইবেকারে স্বাগতিক বদরখালী ইয়াং স্টার ফুটবল একাদশকে ৬-৫গোলে পরাজিত করে ২০১৬/১৭ ফুটবল টুর্ণামেন্টের শিরোপা অর্জন করেছে। গত শনিবার বদরখালী প্রাত্তন ছাত্র পরিষদ কর্তৃক পরিচালিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সর্বশেষ ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়। বিকেলে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মাঠে ফাইন্যাল খেলায় দু’শক্তিশালী দল মোকাবেলা করে। স্বাগতিক বদরখালী ইয়াংস্টার ফুটবল একাদশ ও মগনামা খেলোয়াড় সমিতি মধ্যকার উত্তেজনাপুর্ন ম্যাচ অনুষ্টিত হয়। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় মগনামা খেলোয়াড় সমিতি। দু’দলের মধ্যে আর্ন্তজাতিক মানের খেলোয়াড়রা ওইদিন ফুটবল শৈলী প্রদর্শন করেছেন বদরখালী ফুটবল মাঠে। মগনামার পক্ষে সুদুর আফ্রিকা মহাদেশের বেশ কিছু খেলোয়াড় যারা বাংলাদেশের ঘরোয়া লীগে খেলে থাকেন এসব খেলোয়াড়দের মধ্যে ছয়জন খেলোয়াড় ছিলেন। এদের মধ্যে নাইজেরিয়া, ঘানা ও ইথিওপিয়ার কয়েকজন তারকা খেলোয়াড় ছিলেন। অপরদিকে বদরখালী একাদশের পক্ষে বাংলাদেশের জাতীয় দলের কয়েকজন তারকা খেলোয়াড় ছিলেন। ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি লাভ করায় মগনামা খেলোয়াড় সমিতিকে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মগনামাবাসি। টিম ম্যানেজার মোর্শেদুল ইসলাম জানায় খেলায় যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মগনামার এ জয়ের ধারা অব্যহত থাকুক এ প্রত্যাশা।

##############

পেকুয়ায় ‘অপরাজেয়’ থেকে ফ্রি চিকিৎসা নিলেন ৫শ রোগি

নাজিম উদ্দিন, পেকুয়া :::

পেকুয়ায় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘অপরাজেয়’ থেকে ফ্রি চিকিৎসা নিলেন ৫শ জন দরিদ্র রোগি। রবিবার ২৬মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অপরাজেয় পেকুয়ায় এ চিকিৎসা ক্যাম্পের উদ্যেগ গ্রহন করেন। ওইদিন পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা ক্যাম্প চলছিল। সামাজিক ও অরাজনৈতিক এ সংগঠন থেকে এসব রোগিকে বিনামুল্যে ঔষুধও সরবরাহ দেয়া হয়েছে। এর শুভ উদ্বোধন করেন ওই সংগঠনের উদ্যেক্তা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আছাদুল হক চৌধুরী। জানা গেছে ওইদিন তিন জন চিকিৎসকের নিবীড় তত্তাবধানে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও ডা.মুজিবুর রহমান, ডা. তরিকুল ইসলাম ও ডা.জিয়া উদ্দিনসহ চিকিৎসকরা রোগিদের চিকিৎসা সেবা দিয়েছেন। অপরাজেয় এর উদ্যেক্তা আছাদুল হক চৌধুরী জানায় আমরা উদ্যেগ গ্রহন করেছি। এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষগুলোকে সেবা দেয়ায় হচ্ছে অপরাজেয় এর মুখ্য কাজ। পাশাপাশি জনকল্যানমুলক কাজে আমরা সম্পৃক্ত হওয়ার প্রয়াস হাতে নিয়েছি। ৫শ রোগিকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। মেডিসিনও সরবরাহ দিয়েছি বিনামুল্যে। ওই সংগঠনের সভাপতি আবছার উদ্দিন ও সাধারন সম্পাদক মনছুর আলম নানক জানায় আমরা শুরু করেছি। মানুষের কল্যানে কাজ করতে পেরে নিজেদের সুখি মনে হচ্ছে। সবার সহযোগিতা পেলে এ কাজকে আরো অধিক পরিসর করা হবে।

পাঠকের মতামত: