ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টমটম চালকদের নির্দিষ্ট পোষাক ও পরিচয় পত্র প্রদান

এম.এ আজিজ রাসেল :::11

কক্সবাজার পৌরসভার বৈধ টমটম মালিকদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ৭ মার্চ সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এসময় টমটম চালকদের নির্দিষ্ট পোষাক ও পরিচয় পত্র প্রদান করেন তিনি। জেলা প্রশাসক বলেন, শহরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভা যৌথভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যানজটের প্রধান কারণ সড়কে অতিরিক্ত টমটম চলাচল। তাই টমটম চলাচল স্বাভাবিক করতে লাইসেন্স বিহীন টমটম গুলোকে শহরের বাইরে পাঠানো হবে। শুধু মাত্র পৌরসভার নিবন্ধনকৃত টমটম গুলো শহরে চলাচল করতে পারবে। এসব টমটম চিহ্নিত করার জন্য চালকদের নির্দিষ্ট পোষাক ও পরিচয়পত্র দেয়া হচ্ছে। আর নির্দেশনা না মেনে লাইসেন্স বিহীন টমটম শহরে প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পর্যায়ক্রমে পোষাক ও পরিচয়পত্র সকলকে প্রদান করা হবে। সেই সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে চালকদের । কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরসহ টমটম মালিক ও চালকরা।

…………………………………………………………………………………………

পেশকার পাড়ায় পরিত্যাক্ত স্লুইচ গেট সরিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ

এম.এ আজিজ রাসেল

কক্সবাজারের পেশকার পাড়ায় পরিত্যাক্ত স্লুইচ গেট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। ৭ মার্চ সকালে পরিদর্শন শেষে স্লুইচ গেটটি দ্রুত অপসারণ করে জনস্বার্থে রাস্তা তৈরী করতে পৌরসভা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির। উল্লেখ্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত স্লুইচ গেটটি বহুবছর যাবৎ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। যার দরূন বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহায় শহরবাসী। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে দুর্ভোগ লাঘবে রাস্তা তৈরীর নির্দেশনা প্রদান করেন তিনি।

পাঠকের মতামত: