ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ইট ভাটায় পরিবেশ বিপর্যয়, মরে যাচ্ছে বনজ ও ফলদ বৃক্ষ, ঝরে যাচ্ছে মুকুল

মনির আহমদ, চকরিয়া ::0
পার্বত্য লামা- আলীকদমে মারাত্মক  ইটভাটার কারনে পরিবেশ বিপর্যয়ের ফলে মরে যাচ্ছে বনজ ও ফলদ বৃক্ষ, ঝরে যাচ্ছে মুকুল। ভাটার দুষিত ধোয়া ও ইটের পোড়া বিষক্ত বালুর গাছের উপর পড়ে এ অবস্থার ‍সৃষ্টি হয়েছে।
পার্বত্য লামা- আলীকদমে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। সংরক্ষিত বনে একাধিক ইটভাটার কারনে মারা যাচ্ছে বনজ ও ফলদ বৃক্ষ, ঝরে যাচ্ছে মুকুল। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া, বৃক্ষনিধন,পাহাড় কেটে মাটি আহরন, গহিন ঝিরি থেকে বারুদের বিষ্ফোরন ঘটিয়ে পাথর আহরন কৃষি, বন ও পরিবেশের মারাত্মক বিপর্যয়  ডেকে আনলেও নেই কোন প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মহলের।প্রভাবশালী,সরকারী দলীয় নেতা স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধিরা পরিবেশ বিপর্যয়ে জড়িত হওয়ায় নিরব ভূমিকা পালন করছেন যথাযথ কর্তৃপক্ষ।

পাঠকের মতামত: