ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের ২১ উদযাপন

Chakaria Picture, 22-02-2017,এম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান একুশ উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টায় চকরিয়া বিমানবন্দরস্থ শহীদ মিনারে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো কালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, সহকারি কমিশনার ভুমি মো.দিদারুল আলম, থানার ওসি জহিরুল ইসলাম খাঁন, ওসি তদন্ত মো.কামরুল আজম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান সম্পাদক মো.নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। অপরদিকে চকরিয়া কলেজের পক্ষে অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের পক্ষে প্রধান শিক্ষক মো.নুরুল আখের, মহিলা কলেজ ও সিটি কলেজের শিক্ষকরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় পাটির পক্ষে জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌরসভা মহিলা পাটির সভানেত্রী রেহেনা খানম রাহু, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান। এদিকে দিনের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান একুশ উপলক্ষে উপজেলা পরিষদস্থ মোহনা মিলনায়তনে সকালে আয়োজন করা হয় ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকালে আলোচনা সভা।

 

পাঠকের মতামত: