ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বাংলায় রায় না লেখায় প্রধান বিচারপতির দু:খ প্রকাশ

বাংলা ভাষায় আদালতের রায় না লেখায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একইসঙ্গে তিনি যত দ্রুত সম্ভব বাংলায় রায় প্রদানে image-65695-1487675019কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।
 
মঙ্গলবার সকালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।
 
প্রধান বিচারপতি বলেন, সরকারি অধিদফতরগুলোয় বাংলা চালু হলেও আদালতে সেটা বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয়নি। এজন্য আমি খুবই দুঃখিত এবং প্রধান বিচারপতি হিসেবে এটা আমার অপারগতা।
 
তিনি বলেন, বর্তমানে হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারক খুব সুন্দরভাবে বাংলায় রায় লিখছেন। আপিল বিভাগেও আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করছি।
 
তিনি বলেন, যদি কোনও উন্নত ডিভাইস আসে যার মাধ্যমে আদালতে ঘোষণা করা রায় বাংলায় রূপান্তর হয়ে যাবে, তাহলে অনায়াসে বাংলা ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

পাঠকের মতামত: