ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বাস খালে, বেঁচে গেলো ৫৪ দাখিল পরীক্ষার্থী, আহত ১৬

16806652_1304978419540458_4731384503701614440_n_1-720x54016711982_1223840271018149_30447999790194871_nনিজস্ব প্রতিবেদক, চকরিয়া :::

চকরিয়া-বদরখালী-মহেশখালী কেবি জালাল উদ্দিন সড়কের ইলিশিয়া বাজার এলাকায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হাবিয়ে খালে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সাহারবিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসার পথে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি র্দূঘটায় পতিত হওয়ার সাথে সাথেই স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এসে বাসযাত্রীদের উদ্ধার করায় প্রাণে বেচেঁ গেল এসব শিক্ষার্থীরা।  তাৎক্ষণিক উদ্ধার হওয়ায় ওই গাড়িতে থাকা ৫৫ জন পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। দ্রুত উদ্ধার অভিযান চালায় সবাই অক্ষত রয়েছে। সকল পরীক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা  শেষে পরীক্ষায় অংশ নিয়ার সুয়োগ করে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হওয়ার ৩০মিনিট পরে কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে।
16729415_1304978439540456_3054062049856901604_n_1-320x180এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া মোহছেনিয়া মাদ্রাসার ৫৪ জন পরীক্ষার্থী একটি বাসে করে সাহারবিল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পরীক্ষা কেন্দ্রে আসার পথে ইলিশিয়া এলাকায় পৌঁছলে সড়ক দেবে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শবর্তী ঘেরের খালে পড়ে যায় । অদূরে ঘেরে কর্মরত মাটি কাটার শ্রমিকসহ স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে পরীক্ষার্থীদের উদ্ধার কার্যক্রম শুরু করে। সাথে সাথে উদ্ধার কার্যক্রমে অংশ নেন পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যাওয়ায় প্রাণহানিসহ বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলো পরীক্ষার্থীরা । তবে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন হালকা আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পরীক্ষায় অংশ গ্রহণ করানো হয়েছে।

চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম, নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম ও চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম সাথে সাথে ঘটনাস্থলে যান। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম বলেন, ৫৪ পরীক্ষার্থীর ১৬জন হালকাভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের যাবতীয় বিষয়াদি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পাঠকের মতামত: