ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা কাবক্যাম্পুরি উদ্বোধন, অংশনিলেন ১০৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা

chakaria ufazila Pc 12-02-2017এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে রোববার ১২ফেব্রুয়ারি বিকাল ৩টায় শুভ উদ্বোধন হয়েছে ৫ম তম চার দিনব্যাপি উপজেলা কাব ক্যাম্পুরি।

এ উপলক্ষে এক বণাঢ্য অনুষ্ঠান বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপি এ ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি হাজী মৌলভী মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কাজী মতিউল ইসলাম, চকরিয়া পৌর মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মো. খুরশীদুল আলম চৌধুরী, চকরিয়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন।

এসময় বাংলাদেশ স্কাউটসের চকরিয়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র টিটু, শিক্ষক আবদুল মালেক ও শিক্ষক মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়সহ ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। অতিথিবৃন্দ আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের তাবু পরিদর্শন করেন। চার দিনব্যাপি কাব ক্যাম্পুরিতে উপজেলার ১০৪টি প্রাথমিক বিদ্যালয়ের কাব সদস্যরা অংশগ্রহণ করেন। #

পাঠকের মতামত: