সোয়েব সাঈদ, রামু :::
রামুতে সূর্যতরুন বহুমুখি সমবায় সমিতি আয়োজিত মিনিবার গোল্ডকাপ টূর্ণামেন্টে দূরন্ত মন্ডলপাড়া চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উত্তর ফারিকুল স্টেশন সংলগ্ন মাঠে আয়োজিত সমাপনি খেলায় দক্ষিণ মিঠাছড়ি মোজ্জাফ্ফর আহমদ স্মৃতি সংসদকে টাইবেকারে হারায় দূরন্ত মন্ডলপাড়া একাদশ।
খেলা শেষে বিজয়ীদের ট্রপি তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি স্বৈরাচার বিরোধি আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ রামু উপজেলা শাখার সভাপতি নুরুল কবির হেলাল ও অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি এডভোকেট সেলিম উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ রামু উপজেলা শাখার সভাপতি নুরুল কবির হেলাল বলেন, মাদকমুক্ত, সুস্থ্য ও দক্ষ জাতি গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই বর্তমান সরকার ক্রীড়াকে অধিক গুরুত্ব দিচ্ছে। সরকারের নানামুখি কর্মকান্ডের ফলে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বজুড়ে দেশের সুনাম ছড়িয়ে পড়ছে।
ফতেখাঁরকুল ইউপি সদস্য মোবারক হোসেন বাগ্গুর তত্ত্বাবধানে সমাপনী অনুষ্ঠানে শ্রমিকলীগ নেতা মোহাম্মদ হোছন সোহেল, সেলিমুর রহমান বাবু, সরওয়ার, মামুনুল হক মামুন, নুর মোহাম্মদ, এনকে মটরস এর চেয়ারম্যান কফিল মাহমুদ, চাকমারকুল ইউপি সদস্য মোস্তাক আহমদ, ছাত্রলীগ নেতা হোছাইন মাহমুদ রিফাত, মিঠুন প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলায় রেফারি ছিলেন, সুবীর বড়–য়া বুলু এবং সহকারি রেফারি ছিলেন মিল্টন দত্ত ও ওমর ফারুক মাসুম।
পাঠকের মতামত: