ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:: :

টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানরা অভিযান পরিচালনা করে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবাyaba,র ভোর সাড়ে চার টার দিকে বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো: আবু জার আল জাহিদের নেতৃেত্ব সাবরাং বিওপির জওয়ানরা গোপন সংবাদে প্রাপ্ত খবরের  ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের লাফরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় বিজিবি জওয়ানরা উক্ত এলাকায় কয়েকজন  সন্দেহজনক লোককে থামতে বললে তারা জওয়ানদের অবস্হান দেখে হাতে থাকা একটি ব্যাগটি ফেলে ভোর অন্ধকারে  দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি জওয়ানরা উক্ত স্হানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্হায় একটি ব্যাগ উদ্ধার করে যেটি থেকে ৮০ হাজার পিস ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলো বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উদ্ধতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি  সূত্রে জানা যায়।

পাঠকের মতামত: