ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

সেনা অভিযানে বান্দরবানে অপহৃত আওয়ামীলীগ নেতা উদ্ধার

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি::

78বান্দরবানের রোয়াংছড়ির বেতছড়া থেকে অপহৃত আওয়ামীলীগের নেতা মংশৈথুই মারমা কে উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার সকালে রোয়াংছড়ির গহীন অরণ্য থেকে তাকে উদ্ধার করেছে একটি চৌকস সেনা টিম। পরে আহত অবস্থায় মংশৈথুই কে বেতছড়া সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।

বান্দরবান সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মশিউর রহমান বলেন, বেশ কয়েকটি উদ্ধারকারী দলের অভিযানের মুখে সন্ত্রাসীরা মংশৈথুই কে ছেড়ে দিতে বাধ্য হয়। এখন তার চিকিৎসা চলছে। শুক্রবার গভীর রাতে রোয়াংছড়ির ভিতরপাড়া নিজ বাসা থেকে আওয়ামীলীগ নেতা মংশৈথুইকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় থোয়াই চিং উ এবং ক্য ন প্রু মারমা নামে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। অপহরণ করার পরে সন্ত্রাসীরা তাকে প্রচন্ড শারীরিক নির্যাতন করে।

এব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর আলী সাংবাদিকদের মোবাইলে কিছু বলতে রাজি হননি।

মংশৈথুই মারমা রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাঘমারা ভিতর পাড়ার কারবারী।

পাঠকের মতামত: