ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় কোস্টগার্ড-গরু চোর সিন্ডিকেট বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ১ ট্রলার জব্দ

bondukjoddPic-2 Chakaria 02.02.17চকরিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের চকরিয়ায় চুরি করা গরু নৌপথে ট্রলারযোগে (ডেনিস) পাচারের সময় কোস্টগার্ড ও গরু চোর সিন্ডিকেটের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় কোস্টগার্ড সদস্যদের বহনকারী বোটের মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষে অন্তত ১০ রাউন্ড গুলিবিনিময় হয় এবং একপর্যায়ে সিন্ডিকেট সদস্যরা নদীতে ঝাপ দিলে ট্রলারসহ সাতটি চোরাই গরু আটক করা হয় বলে কোস্টগার্ড সূত্র জানিয়েছে।

বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে বোট মাঝির নাম মো. নাছির উদ্দিন (৪০)। আহত নাছির উদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়। কোস্টগার্ড বদরখালীর স্টেশন মাস্টার মোহাম্মদ জাকির হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে একদল গরুচোর কোনাখালী থেকে চুরি করা ৭টি গরু ট্রলারে (ডেনিস) করে নৌপথে পাচার করছিল। এই খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা চোরাই গরু বোঝাই ট্রলারটির পিছু নেয়। এই অবস্থায় গরু চোর সিন্ডিকেট সদস্যরা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে ৪৫ রাউন্ড গুলি ছুঁড়ে। পাল্টা জবাবে কোস্টগার্ডও কয়েক ৪৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় গরু চোরের ছুঁড়া গুলিতে কোস্টগার্ড সদস্যদের বহনকারী বোটের মাঝি নাছির উদ্দিন গুলিবিদ্ধ হয়। পরে চোরের দল গরুসহ বোট রেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলে ৭টি চোরাই গরুসহ ট্রলারটি আটক করে কোস্টগার্ড।

পাঠকের মতামত: