ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চায়ের দোকানে শ্যামলী!

ramu pic shamoli bus 30.01.17সোয়েব সাঈদ :::

রামুতে শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে হানা দিয়েছে। এতে চায়ের দোকানে থাকা ৩ গ্রামবাসী আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস (চট্টমেট্টো ব ১১-০১২৯) নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে ডুকে পড়ে। এসময় চায়ের দোকানের পাশে থাকা তিন গ্রামবাসী বাসের ধাক্কায় আহত হন। এসময় দোকান মালিক শাহজাহান প্রাণে রক্ষা পেলেও দোকান ঘরটি বাস চাপায় দুমড়ে-মুচড়ে যায়। এতে আহতরা হলেন, দোলন শর্মা, শর্মা ও মো. সাজু ।

চায়ের দোকানের মালিক শাহজাহান জানান, এ ঘটনায় তার দোকান ঘর এবং দোকানে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

 ##################

 রামুতে অলিম্পিকবার ফুটবল টূর্ণামেন্টে পূর্ব লারপাড়া ফুটবল একাদশের শুভ সূচনা

রামু প্রতিনিধি :::

রামুতে অলিম্পিকবার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় শুভ সূচনা করেছে পূর্ব লারপাড়া ফুটবল একাদশ। তেচ্ছিপুল উন্নয়ন পরিষদের উদ্যোগে সোমবার (৩০ জানুয়ারি) বিকালে রামুর চাকমারকুলে অনুষ্ঠিত খেলায় চাকমারকুল মিয়াজি পাড়া সী গ্রীন ফুটবল একাদশকে ১ গোলে হারিয়েছে তারা।

কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর সভাপতিত্বে টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা ও চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানী।

এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন, ক্রীড়া সংগঠক মুহাম্মদ আলী জিন্নাহ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজিবুল আলম, ইউপি সদস্য মোস্তাক আহমদ প্রমূখ। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, তেচ্ছিপুল উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

##################

 রামু মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

রামু প্রতিনিধি :::

রামুর ঐতিহ্যবাহি রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও রাজারকুল আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মৌলানা মোহছেন শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, বিদ্যালয়ের এসএমসি সদস্য মোসলেহ উদ্দীন বাবুল, সরওয়ার কামাল (এমইউপি), শাহ আলম সিকদার, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি খালেদ নেওয়াজ আবু, আরিফুর রশীদ প্রমূখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাশেম। বিদ্যালয়ের সহকারি শিক্ষক তড়িৎ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মো আতিকুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের মধ্যে এরশাদুল হক, কামরুল হাসান শুভ, নিশাত সালসাবিল নোহা এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নোকা আফরোজ বক্তব্য রাখেন। বিদায়ি শিক্ষার্থীদের পক্ষে উর্মি পাল ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির হাফসা মুনমুন সাদিয়া মানপত্র পাঠ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেনির ছাত্র আতাউল্লাহ ও পবিত্র গীতা পাঠ করেন সপ্তম শ্রেণির ঈশিতা পাল।

শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাশেম নবীন শিক্ষার্থীদের এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়। এছাড়া বিদায়ি শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে বিদায়ি শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

পাঠকের মতামত: