ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ওবায়দুল কাদেরের কর্মীসভায় যোগদানকালে ৩৫ যুবক আটক

Arrest-22অনলাইন ডেস্ক :::

বগুড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কর্মীসভায় যাওয়ার সময় সারিয়াকান্দিতে  ৩৫ জন যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় বগুড়ায় জেলা আওয়ামী লীগ এক কর্মীসভার আয়োজন করে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাকে সফল করার লক্ষে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল নেতাকর্মিদের স্থানীয় পাবলিক মাঠে উপস্থিত থাকার কথা বলা হয়। অপরদিকে একই সভায় যোগদানের জন্য সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৩০/৩৫ জনের একটি গ্রুপ মাঠে অবস্থান নেয়। পুলিশের কাছে খবর আসে ওই যুবকরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলমগীর শাহী সুমনের গ্রুপ। সেখান থেকে পুলিশ হিন্দুকান্দি গ্রামের বাসিন্দা বাপ্পী ও সৌরভসহ ৩৫ জন যুবককে আটক করে।

বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র শাহী সুমন বলেন, “সভায় কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি উপস্থিত থাকবেন। যে গ্রুপই হোক সভাটি আওয়ামী লীগের। আমার প্রতিপক্ষের লোকবল কম। সভায় আমার লোক বেশি হওয়ায় এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার লোকজনকে আটক করা হচ্ছে। “

এ প্রসঙ্গে বাপ্পী ও সৌরভ বলেন, “উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঙ্গে থাকে সাকিব নামে একজন যুবক বগুড়ায় কর্মী সভায় যাওয়ার জন্য আমাদের হাইস্কুল মাঠে থাকতে বলে। দুপুরে স্কুল মাঠে সবাই দলবদ্ধ হলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। “

বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি এএসএম ওয়াহেদুজ্জান বলেন, “কর্মী সভার নাম করে কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। “

পাঠকের মতামত: