ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বসতভিটার বিরোধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মা ও কলেজ পড়–য়া মেয়ে সহ আহত-৫

ahotaচকরিয়া অফিস:

চকরিয়ায় বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মা ও কলেজ পড়–য়া মেয়ে সহ একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মা মেয়ে দুইজনের অবস্থা জনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হামলার শিকার শাহারবিল মৌলভী পাড়ার বাসিন্দা মাষ্টার মো: শাহজাহান বলেন শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বসতভিটায় তার জামাতা বাড়ী নির্মানের কাজ করছিলেন। এসময় তাদের পাশ্ববর্তী আনোয়ার হোসেনের ছেলে মো: ইসহাক, ছেলে নোবেল, স্ত্রী মরজিনা, মেয়ে সোমা, কলি ও পিংকীর নেতৃত্বে ১০-১২ জনের দা, কিরিছ, লোহার রড নিয়ে মাষ্টার শাহজাহানের উপর অর্তকিত হামলা চালায়। এসময় তার স্ত্রী কন্যারা বাধা দিলে সন্ত্রাসী কায়দায় দা, কিরিছ, সহ ধারালো অস্ত্র দিয়ে শাহজাহানের স্ত্রী ইসমত আরা (৩৫), মেয়ে আসিফ জাহান ছুটু (১৭), নুসরাত জাহান বাপ্পি (১৫), ছেলে মোরশেদুল ইসলাম (১৩) ও শাহজাহানের ভাই হারুনুর রশিদ (৫৫) কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে সেখানে সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে পাবেলের নেতৃত্বে আবার দ্বিতীয় দফা হামলা চালায়। এদিকে গুরুতর আহত মা ইসমত আরা ও মেয়ে নুসরাত জাহানের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে মাষ্টার শাহজাহান বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান জানান লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: