ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

খুটাখালীতে বন প্রহরীদের মারধরের ঘটনায় থানায় মামলা

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ::

চকরিয়া উপজেmamla-300x160লার খুটাখালীতে বন প্রহরীদের মারধরের ঘটনায় অবশেষে চিহ্নিত ৫ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩ জানুয়ারী মঙ্গলবার খুটাখালী বনবিট কর্মকতা মো: আব্দুুর রাজ্জাক ফরেষ্টার  বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ৬২ (৩)/১। এতে আসামীরা হলেন, বর্ণিত ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের আবদুর রহমানের পুত্র মুবিন (৩৫) তার ভাই নিজাম (২৮), মনছুর মিস্ত্রির পুত্র জুনাইয়া (১৮), নবী হোছনের স্ত্রী সোনাই প্রকাশ ববি (২৫), সিরাজের পুত্র ইব্রাহীম (২৮)সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তের জন্য এসআই দেবব্রত রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য গত সোমবার খুটাখালী বনবিটের ৩ বন প্রহরী বনে টহলরত অবস্থায় উল্লেখিত দখলদারেরা মারধর করে মারাত্মক জখম ও গুরুত্বর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর বিভিন্ন মোবাইল ফোন থেকে মামলার বাদীকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিট কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ফরেষ্টার।

পাঠকের মতামত: