ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জিয়া প্রকৃত পক্ষে আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক :::1481203538
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মেজর জিয়াউর রহমান প্রকৃত পক্ষে একজন আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না।

তিনি বলেন, ‘জিয়া পাক-হানাদার বাহিনীর সমর্থক ছিলেন বলেই ১৯৭১ সালের ২৫ মার্চ ‘সোয়া জাহাজ’ থেকে পাকিস্তানী সমরাস্ত্র খালাস করার জন্য উদ্যোগী ছিলেন। মেজর জিয়াউর রহমান অবস্থার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, আদর্শের ভিত্তিতে নয়।’

আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পক্ষে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। তিনি একজন সেক্টর কমান্ডার ও পরে ‘জেট’ ফোর্সের কমান্ডার ছিলেন।

তিনি বলেন, তবে জিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথা মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ না করে ওয়ার কাউন্সিল গঠন করে মুক্তিযুদ্ধ করার প্রস্তাব করায় যুদ্ধকালীন প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন। পরবর্তীতে তিনি ক্ষমা প্রার্থনা করে পুনরায় সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন খুনী খন্দকার মোস্তাকের দোসর হিসেবে পাকিস্তানের সঙ্গে লস কনফেডারেশন গঠনের চক্রান্তে জড়িত ছিলেন।

পাঠকের মতামত: