ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

প্রথম আলোর গণিত উৎসব : দুই দিনে ৩০৫ জনের রেজিষ্ট্রেশন

prothom-alo-2_1প্রেসবিজ্ঞপ্তি

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর আঞ্চলিক ‘গণিত উৎসব-২০১৭’ এ অংশ নিতে গত দুই দিনে ২১টি শিক্ষাপ্রতিষ্টানের ৩০৫ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন। আগামি কয়েক দিনে আরও ৫০০ জন শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন চলবে।আগামি ৭ জানুয়ারি কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্টিত হবে।কক্সবাজার ও বান্দরবান জেলার শতাধিক স্কুল-কলেজের ৮০০ শিক্ষার্থী  উৎসবে অংশ নেবেন।

গত দুইদিনে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল, পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌর প্রিপ্যারেটরী উচ্চবিদ্যালয়, কক্সবাজার ইন্টারন্যাশনালসহ ২১টি শিক্ষাপ্রতিষ্টানের ৩০৫ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেন।

অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করতে হয় ঝাউতলাস্থ্য প্রথম আলো কার্যালয়ে।চারটি ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে। ২০১৬ সালের অধীত শ্রেণি অনুযায়ী ক্যাটাগরি নির্ধারিত হবে।

রেজিষ্ট্রেশনের সময় শিক্ষার্থীদের নিজনিজ শিক্ষাপ্রতিষ্টানের পরিচয়পত্র, বেতনের রসিদ অথবা ফলাফল বই-তিনটির যেকোন একটি প্রমাণ স্বরূপ দেখাতে হবে।

ক্যাটাগরি :

# প্রাইমারি : তৃতীয়  থেকে পঞ্চম, # জুনিয়র : ষষ্ঠ  থেকে অষ্টম # সেকেন্ডারি : নবম থেকে দশম ও এসএসসি (সমমান)পরীক্ষার্থী এবং  হায়ার সেকেন্ডারি : একাদশ-দ্বাদশ  ও এইচএসসি পরীক্ষার্থী (সমমান)।

প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা জানান, ‘ গণিত শেখো-স্বপ্ন দেখো’ এই শ্লোগাণে অনুষ্টিতব্য এই আর্ন্তজাতিক গণিত উৎসবে অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট, বিজয়ীদের টি-শার্ট ও মেডেল দেয়া হবে।কক্সবাজার উৎসবে বিজয়ীরা ঢাকায় অনুষ্টেয় জাতীয় পর্যায়ের গণিত উৎসবে যোগ দিবে।জাতীয় পর্যায়ের বিজয়ীরা যোগ দেবে ব্রাজিলে অনুষ্টেয় ৫৮তম আর্ন্তজাতিক গণিত অলিম্পিয়াডে।উৎসবে গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, বইমেলা, মুক্ত আলোচনা, কুইজ, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্টান।

রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করেন-প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে ফাউজিয়া তাবাচ্ছুম, সুবাহ সিনথিয়া, আনাস বিন আফসার, ইনজামামুল হক, শাফকাত শাহরিয়ার,ফাহিম কুদ্দুস প্র্রিয়, ফারিয়াল মৌমিতা পুষ্পি, এহেসানুর রহমান, জেমিনা সাবদার মুন্নি,জাবিন বিনতে সেলিম, রাহিমা আকতার খুশি, কনিকা আকতার, জোবায়ের ইসলাম প্রমুখ।

# প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ : ০১৭৭৫-৪২৪৬৪৬ / ০১৭১৪-৩৭

 

পাঠকের মতামত: