ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রামুতে আওয়ামীলীগের মতবিনিময় সভায় সাংসদ কমল

অর্পন বড়ুয়া, কক্সবাজার :::11 :

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বিভেদ ভুলে সম্মিলিতভাবে শান্তি উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে আওয়ামীলীগের হাত ধরে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। কক্সবাজারের রামুর ওসমান ভবনে আয়োজিত আওয়ামীলীগের মতবিনিময় সভায় তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের উপর নীপিড়ন চলছে। নিপীড়িত মানুষের পাশে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে সবাইকে এগিয়ে আসা দরকার। ‘আসুন, কথা বলি অধিকার বঞ্চিতদের পক্ষে। কথা বলি অমানবিকতার বিরুদ্ধে। এগিয়ে আসি সম্প্রীতি রক্ষায়।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ‘‘রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ কর, সম্প্রীতি রক্ষা কর, উন্নয়নের পথে এগিয়ে চলো’’ এ প্রতিপাদ্যে কক্সবাজারের রামুর ওসমান ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীসহ মেম্বার পদপ্রার্থী শামসুল আলম, পলক বড়–য়া আপ্পু, নুরুল হক ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী তাহমিনা হক চৌধুরী লুনা, আয়েশা সিরাজ ও শাহেনা আকতার পাখিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ইউপি চেয়ারম্যান-মেম্বারদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।

এতে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে আরো বেশী সমৃদ্ধ করে তুলতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। ‘চলুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামীলীগের উন্নয়নের পথযাত্রাই সঙ্গী হই।

জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, উপদেষ্টা পরিষদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতানুল আলম, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি।

রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক, ফতেখাঁরকুলের চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়া পালং এর চেয়ারম্যান আব্দুল মাবুদ, ঝিলংজার চেয়ারম্যান টিপু সুলতান, গর্জনিয়ার চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম চৌধুরী, রশিদ নগরের চেয়ারম্যান এমডি শাহ আলম, জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ভারুয়াখালীর চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার, কাউয়ারখোপের চেয়ারম্যান মোস্তাক আহমদ, কচ্ছপিয়ার চেয়ারম্যান আবু নোমান, ঈদগড়ের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো, চাকমারকুলের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুলের চেয়ারম্যান মুফিজুল ইসনলা, দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী ও রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া।

এছাড়াও এতে ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, ফতেখাঁরকুলের সাবেক চেয়াররম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির হিমু, মাস্টার নুরুল আজিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এদিকে, আসন্ন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোস্তাক আহমদ চৌধুরী, রামু উপজেলার ফতেখাঁরকুল, রশিদ নগর, জোয়ারিয়ানালা, ভারুয়াখালী আসন থেকে সাধারণ ১১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী পলক বড়–য়া আপ্পু, কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড় সাধারণ ১২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শামসুল আলম এবং চাকমারকুল, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়া পালং সাধারণ ১৩নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুরুল হক এবং সংরক্ষিত আসনের মেম্বার পদপ্রার্থী তাহমিনা হক চৌধুরী লুনা, আয়েশা সিরাজ ও শাহেনা আকতার পাখি নির্বাচনে অংশ নিয়েছেন।

পাঠকের মতামত: